‘জোরাবর মেসেজ…. তবু পাঠাই’, মন কেমনের বার্তা শিখর ধাওয়ানের


কলকাতা: বাবা-ছেলের সেতুবন্ধন কী ভাবে হবে, জানা নেই কারও। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার শিখর ধাওয়ান। আইসিসি টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স চোখ ধাঁধানো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দাপিয়ে খেলছেন। সারাক্ষণই হাসিখুশি থাকার চেষ্টা করেন। সবটাই যেন কৃত্রিম। ভিতর থেকে ভেঙে পড়েছেন। দীর্ঘ দিন ছেলেকে দেখতে পারেননি। কথা বলারও অপশন নেই। ছেলের জন্মদিনে আবেগ ধরে রাখতে পারেননি ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। আদৌ সেই বার্তা ছেলে জোরাবরের কাছে পৌঁছেছিল কিনা জানা নেই শিখর ধাওয়ানের। সে বিষয়েই আরও অনেক কথা জানালেন গব্বর। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। ঠিকঠাক মনসংযোগ করতে পারছেন কিনা, তা নিয়ে প্রশ্ন থাকেই। ছেলে জোরাবর মায়ের সঙ্গে থাকে অস্ট্রেলিয়ায়। গত মাসে ছেলের জন্মদিন ছিল। পাঁচ মাস ছেলেকে দেখারও সুযোগ হয়নি ধাওয়ানের। জন্মদিনে আবেঘন পোস্ট করেছিলেন ধাওয়ান। সেই প্রসঙ্গে বলেন, ‘আমি শুধু মনের ভাব প্রকাশ করেছিল। পাঁচ মাস হয়ে গেল ওর সঙ্গে কথা হয়নি। আমি খুবই আবেগপ্রবণ মানুষ। ওকে ভালোবাসা পাঠাতে চেয়েছিলাম। আমি যদি ওকে নিয়ে মন খারাপ করে থাকি, নেতিবাচক ভাবনা ঘিরে ধরবে। মন থেকে যা এসেছিল, সবটাই লিখে পোস্ট করে দিয়েছি।’ হিউম্যানস অব বম্বে পডকাস্টে বলেন ধাওয়ান।

ছেলেকে মেসেজ পাঠিয়ে যান। আদৌ জোরাবর সেগুলো দেখে কিনা, জানা নেই ধাওয়ানের। আশা করছেন ছেলে হয়তো খুব তাড়াতাড়িই ‘টেকনোলজির’ দুনিয়ায় প্রবেশ করবে, আবারও কথা হবে ছেলের সঙ্গে। ধাওয়ানের কথায়, ‘পোস্ট করার সময় আশা ছিল, এই টেকনোলজির দুনিয়ায় ও নিশ্চই এটা দেখবে। ও যেখানেই থাকুক, চাইব ভালো থাকুক। হয়তো ও একদিন আসবে, দেখা হবে, কথা হবে। আমি ওকে ভালোবাসি। তবে জোর করে সম্পর্কে বেঁধে রাখতে চাই না। নিয়মিত মেসেজ পাঠাই। জানি না, সেগুলো ওর কাছে পৌঁছয় কিনা। কিংবা ও সেগুলো পড়ে কিনা।’

Leave a Reply