কলকাতা: ২ বছর আগেও ভারতীয় টিমে সুযোগ পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে অভিষেক হয়নি। এ বার সেই স্বপ্নে বুঁদ উত্তরপ্রদেশের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার। ইংল্যান্ডের এ টিমের বিরুদ্ধে বেসরকারি টেস্টে ভারতীয় এ দলে ছিলেন। আমেদাবাদে চার দিনের ম্যাচে ব্যাটে-বলে যথেষ্ট ভালো পারফর্মও করেছেন। তারই সুফল মিলেছে। বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। ওই ম্যাচে কি টিমে সুযোগ পাবেন? গত কয়েক বছরে রঞ্জি ক্রিকেটে যথেষ্ট ধারাবাহিক সৌরভ। ৬৮টা প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০ বছরের বোলার নিয়েছেন ২৯০টা উইকেট। ২২বার নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড এ টিমের বিরুদ্ধে ৭৭ রান করার পাশাপাশি ৬ উইকেটও নিয়েছেন। এই সৌরভ কিন্তু স্বপ্ন মুঠোয় ধরার জন্য মরিয়া। কী বলছেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সৌরভের কথায়, ‘ভারতীয় টিমে সুযোগ পাওয়ার স্বপ্ন সবাই দেখে। আমারও ছিল। ভারতীয় দলে ঢোকার জন্য অনেক কিছু দরকার পড়ে। আমার কিন্তু খানিকটা অভিজ্ঞতাও আছে। সবার কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মাকে বল করার অভিজ্ঞতা থাকে না। ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়ার হলে সেটা প্রায় থাকেই না। কারণ, বিরাট-রোহিতরা খুব কম রঞ্জি ক্রিকেট খেলে। এই সুযোগটা আমি পেয়েছি বলেই ওদের খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। ওরা কী ভাবে খেলে, কেমন ওদের রোজকার রুটিন, এগুলো আমার জানা। ওদের নেটে বল করার পাশাপাশি ওদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটাও বিরাট ব্যাপার। ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’
নেট বোলার হিসেবে ভারতীয় টিমের সঙ্গে সফর করাটা সৌরভকে অনেকটাই পাল্টে দিয়েছে। সেটা গত দু’বছরের পারফরম্যান্সই বলে দিচ্ছে। দিল্লিতে বিষেণ সিং বেদীর সামারক্যাম্পে প্র্যাক্টিস করেছেন। প্রয়াত কিংবদন্তি বোলারের কাছে শিখেছেন বোলিংয়ের টুকিটাকি। সৌরভ বলে দিচ্ছেন, ‘বিষেণ স্যার আমাকে সব সময় বলতেন, পরিশ্রম করো। আর সুযোগ পেলে সেরাটা দেওয়ার জন্য মানসিক ভাবে তৈরি থাকো। যে কারণে আমি বোলিং করা হোক আর নেট প্র্যাক্টিস, কখনও মিস করি না।’