কলকাতা: কয়েক দিনের ব্যবধানে আরও একটা ডার্বি। বদলটা অনেক বেশি। মোহনবাগানের দায়িত্বে আন্তোনিও লোপেজ হাবাস। ফিরছেন জাতীয় দলে খেলা ফুটবলাররা। চোট সারিয়ে নামছেন আনোয়ার আলি। সব মিলিয়ে অনেকটাই শক্তি বাড়িয়ে নামছে মোহনবাগান। এ মরসুমে তিনটি ডার্বি হয়েছে। এ বারের আইএসএলের প্রথম ডার্বি আজ। মরসুমের তিনটির মধ্যে দুটি ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। তবে আইএসএলে কখনও ডার্বি জেতেনি লাল-হলুদ। প্রথম জয়ের খোঁজে কার্লেস কুয়াদ্রাতের টিম। অন্য দিকে, বছর শেষে আইএসএলে হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগানও। প্রত্যাবর্তন কোন শিবিরের! নজর যুবভারতী ক্রীড়াঙ্গনে। ইন্ডিয়ান সুপার লিগে মরসুমের প্রথম কলকাতা ডার্বি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।