মাঠে কি ঘুরতে এসেছ… স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ, ভিডিয়ো দেখেছেন?


মাঠে কি ঘুরতে এসেছ… স্টাম্প মাইকে ধরা পড়ল রোহিতের গালিগালাজ, ভিডিয়ো দেখেছেন?Image Credit source: X

কলকাতা: #RohitSharma আচমকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ভারত অধিনায়ক। বিশাখাপত্তনম টেস্টে ভারতের প্রথম ইনিংসে আহামরি পারফর্ম করেননি রোহিত (Rohit Sharma)। ভাইজ্যাগে প্রথম দিনই মাত্র ১৪ রান করে আউট হয়েছিলেন। তার জন্য অবশ্য রোহিত ট্রেন্ডিংয়ে নেই। তিনি রয়েছেন অন্য এক কারণে। তা অবশ্য ম্যাচকেন্দ্রিক। মাঠের মধ্যে মেজাজ হারিয়ে এ বার গালিগালাজ করলেন হিটম্যান। যা আবার ধরা পড়েছে স্টাম্প মাইকে। বিদ্যুৎগতিতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো।

ভাইজ্যাগে অকথ্য ভাষায় সতীর্থদের গালিগালাজ দিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দেখুন সেই ভিডিয়ো —

বিস্তারিত আসছে…



Leave a Reply