অভিষেকের লড়াই ব্যর্থ, ৭ উইকেট সাবাড় করে ‘মোহিত’ করলেন অবস্তি


Ranji Trophy: অভিষেকের লড়াই ব্যর্থ, ৭ উইকেট সাবাড় করে ‘মোহিত’ করলেন অবস্তি

কলকাতা: ঘরের মাঠে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে অপ্রত্যাশিত হারের মুখ দেখতে হল বাংলাকে (Bengal Cricket)। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে এক ইনিংসে এবং ৪ রানে হারল মন্ত্রীমশাইয়ের বাংলা। বড় লিড থাকায় বাংলাকে ফলো অন করিয়েছিল মুম্বই। নক আউটের রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হত বাংলাকে। ফলো অন খেয়েও দ্বিতীয় ইনিংসে অনবদ্য প্রত্যাবর্তন করেছিল বাংলা। কিন্তু শেষ অবধি মোহিত অবস্তির ৭ উইকেটে নাস্তানাবুদ হতে হল বাংলাকে।

চলতি রঞ্জিতে ৫ ম্যাচ খেলে এই প্রথম হারের মুখ দেখল বাংলা। আপাতত বি-গ্রুপের তিন নম্বরে বাংলা। আর ৫ ম্যাচে ৪টি জয় ও ১টি হারের পরও শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই। ঝুলিতে রয়েছে ২৭ পয়েন্ট। এই ম্যাচ বাংলা হারায় কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হল।

বিস্তারিত আসছে…

Leave a Reply