ওডিআই ম্যাচ মাত্র ৬.৫ ওভারেই জিতল অস্ট্রেলিয়া!


এত তাড়া! ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ। প্লেয়াররা যেন আর মাঠে সময় কাটাতে চাইছিলেন না! বিষয়টা ঠিক এমন নয়। অজি ব্যাটাররা ছিলেন বিধ্বংসী মেজাজে। ওয়ান ডে ম্যাচ খেললেন ঠিক যেন টি-১০ এর মেজাজে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আগেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। শেষ ওডিআইতে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ক্লিন সুইপ করল অজিরা। বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার বিশ্রামে থাকলেও সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্যাট কামিন্স বিশ্রামে থাকায় এই সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্টিভ স্মিথ। ক্যানবেরায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। জাভিয়ের বার্লেটের ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ কখনোই ভালো পরিস্থিতিতে ছিল না। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। সর্বাধিক ৩২ রান ওপেনার অ্যালিক আথানেজের। ৬০ বলে এই রান করেন ক্যারিবিয়ান ওপেনার। শেষ অবধি ২৪.১ ওভারেই ৮৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। ল্যান্স মরিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ৮৭ রান। ওপেনিং করেন জ্যাক ফ্রেজার ও জশ ইংলিশ। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে। মনে হয়েছিল ৫ ওভারের মধ্যেই এই রান তুলে নেবে অস্ট্রেলিয়া! ১৮ বলে ৪১ রানে ফেরেন জ্যাক ফ্রেজার। তিনে নামা অ্যারন হার্ডি ৫ বলে ২ রানে ফেরেন। জশ ইংলিশ ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। মাত্র ৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় অজিরা। এ বার অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। টি-টোয়েন্টি ফরম্যাটে একতরফা সিরিজ হবে না বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply