বিশাখাপত্তনমে হারের পরই ভারত ছাড়ল ইংল্যান্ড দল!


কলকাতা: ভারত সফরের শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট টিমের। এক যুগ পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। সিরিজ আপাতত সমতায়। বিশাখাপত্তনমে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরি। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। চার দিনেই বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সিরিজ এখন ১-১ অবস্থায়। বিশাখাপত্তনম টেস্টের পরই ভারত ছাড়ল ইংল্যান্ড ক্রিকেট টিম। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতে আসার আগে আবু ধাবিতে শিবির করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। উপমহাদেশের পিচ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সেখানে শিবির ছিল বেন স্টোকসদের। তাদের স্পিনাররা যে দুর্দান্ত প্রস্তুতি সেরেছেন, তা দুই টেস্টেই দেখা গিয়েছে। স্পিনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন ব্যাটাররাও। তবে স্পিনের পাশাপাশি জসপ্রীত বুমরার মতো ভয়ঙ্কর পেসারকেও যে সামলাতে হবে, এ যেন তাদের সিলেবাসের বাইরের প্রশ্ন ছিল। দু-ম্যাচেই নজরকাড়া বোলিং করেছেন বুমরা।

তৃতীয় টেস্ট রাজকোটে। শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। মাঝে দীর্ঘ বিরতি। সে কারণেই ফের আবু ধাবি পাড়ি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। একদিকে যেমন সিরিজের বাকি তিন টেস্টের প্রস্তুতিতে লক্ষ্য, তেমনই মানসিক ভাবে নিজেদের তরতাজা রাখতে চাইছেন ইংল্যান্ড ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ রয়েছে। কয়েকটা দিন প্রতিযোগিতা মূলক ক্রিকেটের বাইরে কাটানোর সুযোগ। নিজেদের রিল্যাক্স রাখতেই ইংল্যান্ড ক্রিকেট টিমের এই পরিকল্পনা। যাতে রাজকোট টেস্টের আগে মানসিক ভাবে আরও তরতাজা হয়ে ফেরা যায়।

Leave a Reply