ইন্ডিয়ান সুপার লিগে এ মরসুমে শেষ জয় এসেছিল ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই। সেই নর্থ ইস্টের বিরুদ্ধেই গত ম্যাচে হার ইস্টবেঙ্গলের। বেশ কয়েক ম্যাচ অপরাজিত ছিল ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল ডার্বিতে ড্র করে। গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার হতাশা বাড়িয়েছে ইস্টবেঙ্গল শিবিরে। তবে সে সব নিয়ে ভাবার আর সময় নেই। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি ম্যাচের আগে যে চিন্তার কথা জানালেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে অন্যতম কঠিন দল মুম্বই সিটি এফসি। তার চেয়ে বড় সমস্যা মুম্বইয়ের মারামারি খেলা। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় কিছুটা স্বস্তিতে থাকতে পারেন ইস্টবেঙ্গল কোচ। যদিও অস্বস্তিও রয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হলুদ কার্ড দেখেন ক্যাপ্টেন ক্লেটন সিলভা। এর পরই নিশ্চিত হয়ে যায়, মুম্বই সিটির বিরুদ্ধে তাঁকে পাওয়া যাচ্ছে না। স্বস্তি, কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন অভিজ্ঞ মিডিও সৌভিক চক্রবর্তী। কার্লেস কুয়াদ্রাতের চিন্তা অবশ্য অন্য।
ইস্টবেঙ্গলের ডিফেন্স ক্রমশ উন্নতি করেছিল। প্রশংসনীয় পারফর্ম করেছে। কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ডিফেন্সের পারফরম্যান্স হতাশার ছিল। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে যা মাথাব্যাথা হয়ে দাঁড়াতে পারে। কুয়াদ্রাত বলছেন, ‘মুম্বই সিটি এফসি খুবই ভালো দল। আমরা সেই মতো পরিকল্পনা করছি। রক্ষণ নিয়ে আরও সচেষ্ট হতে হবে আমাদের। লিগে আর ১০ টা ম্যাচ বাকি। অঙ্ক কষে ম্যাচ জেতার প্ল্যানিং করতে হবে।’