মাত্র ২৪-এ থামল ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের জীবনের দৌড়


মাত্র ২৪-এই থামল ম্যরাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিন কিপটামের জীবনের দৌড়Image Credit source: X

কলকাতা: ক্রীড়াজগতে আবার শোকের ছায়া। মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত ম্যারাথনে (Marathon) বিশ্ব রেকর্ডধারী কেলভিন কিপটাম (Kelvin Kiptum)। প্যারিস অলিম্পিকের ফেভারিট ছিলেন কেনিয়ার দৌড়বিদ। এক পথ দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেলভিনের সঙ্গে একই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর কোচ গেরভাইস হাকিজিমানা। পুলিশ জানিয়েছে, ওয়েস্টার্ন কেনিয়ায় রবিবার রাত ১১টা নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় গাড়ি চালাচ্ছিলেন কেলভিন কিপটাম।

বিস্তারিত আসছে…

Leave a Reply