শ্বশুরের সঙ্গে সম্পর্ক কেমন, প্রশ্ন শুনেই চটলেন জাডেজার স্ত্রী!


শ্বশুরের সঙ্গে সম্পর্ক কেমন, প্রশ্ন শুনেই চটলেন জাডেজার স্ত্রী!

কলকাতা: কয়েক দিন আগেই বিস্ফোরক অভিযোগ এনেছেন রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বাবা। একই শহরে থাকা সত্ত্বেও ছেলে দেখেন না, অনিরুদ্ধ সিংয়ের এমন অভিযোগে রীতিমতো হইচই পড়ে যায়। একটি গুজরাটি কাগজকে দেওয়া ইন্টারভিউ সর্বভারতীয় মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বাবার বিস্ফোরক অভিযোগের পর আসরে নামতে বাধ্য হয়েছিলেন জাডেজাও। তিনি যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন। তাতেও পরিস্থিতি সহজ হয়নি। এ বার জাডেজার স্ত্রী রিভাবাকে (Rivaba Jadeja) পড়তে হল প্রশ্নের মুখে। যা শুনে রীতিমতো চটে গেলেন তিনি।

অনিরুদ্ধ সিংয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পরিবারের সঙ্গে আর যোগাযোগ নেই জাডেজার। একই শহরে থাকেন। কিন্তু বাবার খোঁজ নেন না জাডেজা। একটি দু’কামরার ফ্ল্যাটে থাকেন অনিরুদ্ধ। প্রয়াত স্ত্রীর পেনশন থেকে পাওয়া ২০ হাজার টাকায় কোনও রকমে চলে। ছেলে সামান্য খোঁজও নেন না, এমনই অভিযোগ। বিয়ের পর থেকে ক্রিকেটার জাডেজার বিপুল আয় নিয়ন্ত্রণ করেন রিভাবাই। এমনকি বিয়ের সময় যে অডি গাড়ি উপহার দেওয়া হয়েছিল রিভাবার পরিবারের তরফে, তাও নাকি কিনে দিয়েছিলেন জাডেজাই। পরিস্থিতি যখন এমন, তখন রিভাবাকে যে কোনও দিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে, জানাই ছিল। হলও তাই।

রিভাবা বিজেপি এমএলএ। সম্প্রতি প্রচারের কাজে হাজির হয়েছিলেন এক জায়গায়। সেখানে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন শ্বশুরের অভিযোগ নিয়ে। শ্বশুরবাড়ির সঙ্গে রিভাবার কেমন সম্পর্ক, তা নিয়েও কথা ওঠে। প্রশ্ন শুনে চটে যান রিভাবা। বলেন, ‘আমরা আজ এখানে কেন এসেছি? আপনারা যদি এই সংক্রান্ত কোনও কিছু জানতে চান, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

অনিরুদ্ধ সিংয়ের অভিযোগ যে তোলপাড় ফেলে দিয়েছে, সন্দেহ নেই। জাডেজা তারকা ক্রিকেটার। প্রচুর ফ্যান-ফলোয়ার তাঁর। বাবাকে দেখেন না, এই অভিযোগে কিছুটা হলেও মুশকিলে পড়েছেন জাডেজা। তাই বাবার ইন্টারভিউয়ের পর জাডেজা দাবি করেছিলেন, যে ইন্টারভিউ ছাপা হয়েছে তাঁর বাবার, তা একেবারেই মিথ্যে। এটা একদিকের গল্প। আমি কোনও ভাবেই এটা মানছি না। আমারও অনেক কিছু বলার আছে। কিন্তু সেটা জনমসক্ষে বলব না।’

Leave a Reply