জাডেজার জাদুকরী বোলিং, ১০ উইকেট নিয়ে জেতালেন গুজরাটকে


জাডেজার জাদু, ১০ উইকেট নিয়ে জেতালেন গুজরাটকে

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষ হয়েছে। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট ও পঞ্জাব। ঘরের মাঠে গুজরাটের জাডেজার দাপুটে বোলিংয়ের সুবাদে হারের মুখ দেখতে হয়েছে পঞ্জাবকে। জাডেজা নাম শুনলেই ক্রিকেট প্রেমীদের মাথায় প্রথমেই আসে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার কথা। এ বারের রঞ্জিতে জাদু দেখাচ্ছেন জাডেজা। অবশ্য তিনি রবীন্দ্র জাডেজা নন। তিনি বর্তমানে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন। তাই এখানে কথা হচ্ছে গুজরাটের প্রিয়জিৎ সিং জাডেজাকে (Priyajitsing Jadeja) নিয়ে। তিনি স্পিনার নন, জোরে বোলার। শোরগোল ফেলে দিয়েছেন এই জাডেজা।

২৫ বছর বয়সী প্রিয়জিৎ সিং জাডেজার এ বছরের জানুয়ারিতে রঞ্জি ডেবিউ হয়েছে। সৌরাষ্ট্রের জামনগরের ছেলে গুজরাটের হয়ে এখনও অবধি তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ১৭টি উইকেট। অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়ে মোট ১০টি উইকেট ঝুলিতে ভরেছেন প্রিয়জিৎ সিং জাডেজা। এই নজরকাড়া বোলিং পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

Leave a Reply