যে কারণে আজ জয়ে ফেরার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল…


ইস্টবেঙ্গল সাফল্যের রাস্তায় ফিরছে…। কয়েক দিন আগেও সমর্থকদের মধ্যে এই বিশ্বাস একশো শতাংশ ভরপুর ছিল। হয়তো এখনও রয়েছে। কিন্তু গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার! সেই বিশ্বাসে একটা ধাক্কা তো দিয়েইছে। সেটা সাময়িক না দীর্ঘমেয়াদী আজই হয়তো কিছুটা পরিষ্কার হয়ে যাবে! ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল শেষ জয় পেয়েছিল ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেই। শেষ হারটাও এসেছে সেই দলের বিরুদ্ধেই। তবে যে কারণে আজ জয়ে ফেরার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হোম ম্যাচ থেকে হোম ম্যাচ। নর্থ ইস্টের বিরুদ্ধে গুয়াহাটিতে খেলার আগে ছিল কলকাতা ডার্বি। সেটিও হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনেই। মরসুমের প্রথম কলকাতা ডার্বি অবশ্য মোহনবাগানের হোম ম্যাচ ছিল। সেই নিরিখে বলতে গেলে, দীর্ঘ সময় পর আজ ঘরের মাঠে নামছে ইস্টবেঙ্গল। আর এই ‘হোম’ ম্যাচ শব্দ দুটিই যেন ইস্টবেঙ্গল শিবিরের ভরসার প্রথম একটা কারণ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সফল দল। ফুটবল এমনিতেই বডি কনট্যাক্ট গেম, মুম্বই যেন আরও একটু বেশিই। মুম্বই ফুটবল এরিনায় ম্যাচ থাকলে প্রতিটা দলই যেন ‘মারামারি’ ফুটবলের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকে। মুম্বই সিটি এফসির বর্তমান পরিস্থিতি অবশ্য খুব একটা ভালো নয়। গত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটি জিতেছে মুম্বই সিটি এফসি। গত ম্যাচে জামশেদপুর এফসির কাছে হেরেছে। মানসিক ভাবে কিছুটা হলেও বিপর্যস্ত মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফেরার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের।

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এ বারই সেরা পারফরম্যান্স ইস্টবেঙ্গলের। আর মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে দুর্দান্ত ফুটবলে গোলশূন্য ড্র করে লাল-হলুদ। তখনও কিন্তু সেই অর্থে দলটা গুছিয়ে উঠতে পারেননি কার্লেস কুয়াদ্রাত। আইএসএলে গত দুই সাক্ষাতে ইস্টবেঙ্গলকে হারাতে পারেনি মুম্বই। বরং গত মরসুমের শেষ সাক্ষাতে শক্তিশালী মুম্বইকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। সেই পরিসংখ্যানও ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ঠ।

আর কী কারণ? কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন ইস্টবেঙ্গল মাঝমাঠের শিল্পী সৌভিক চক্রবর্তী। গত দু-ম্যাচে তাঁকে না পাওয়ায় ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এই ম্যাচে সৌভিকের ফেরাটা স্বস্তির কারণ ইস্টবেঙ্গলে। বলা যেতেই পারে, কার্ড সমস্যায় তো এই ম্যাচে ক্লেটন সিলভাকে পাওয়া যাবে না। তার অস্বস্তি নেই? এই মুহূর্তে সেটা কম। সৌজন্যে দুই নতুন বিদেশি। ভিক্টর ভাসকেজ এবং ফেলিসিও ব্রাউনের অভিষেক হয়েছে গত ম্যাচেই। পরিবর্ত হিসেবে নেমে গোল করেছিলেন ব্রাউন। ভিক্টরও ইতিবাচক পারফর্ম করেন। এই ম্যাচে নতুন দুই বিদেশিই তুরুপের তাস হয়ে দাঁড়াল ইস্টবেঙ্গলের!

ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি, সন্ধ্যা ৭.৩০, স্পোর্টস ১৮-এ সম্প্রচার, জিও সিনেমায় স্ট্রিমিং

Leave a Reply