কোটি টাকার প্রস্তাবেও সাড়া দেননি, ধোনির এই গল্প জানেন?


কলকাতা: বন্ধুত্বের এক নতুন উদাহরণ তৈরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। ছেলেবেলার বন্ধু পরমজিৎ সিং একটি স্পোর্টস গুডসের দোকান চালান। সেই দোকানের লোগো লাগিয়ে নেটে প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে মাহিকে। সারা ক্রিকেট দুনিয়ায় ধোনি কিংবদন্তি। দেশের হয়ে তিনটে আইসিসি টুর্নামেন্ট জিতেছেন। রয়েছে দুটো বিশ্বকাপও। চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনের এটাই হয়তো শেষ আইপিএল। তার আগে ৪৩ বছরের ক্রিকেটার এক অভিনব ছাপ রেখে যেতে চান। অর্থ দিয়ে মাপা যাবে না ধোনিকে, তাই যেন আরও একবার দেখিয়ে দিলেন। মাইকেল হাসি, অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটার পর্যন্ত এই ধোনিকে দেখে অবাক। এমএসডির এক পুরনো গল্প হঠাৎই ফাঁস করেছেন এক ব্যাট ব্যবসায়ী। কয়েক কোটি টাকার প্রস্তাবেও সাড়া দেননি ধোনি। এই গল্প শুনেছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

‘বিট অল স্পোর্টস’ বা ক্রিকেট মাঠে যে ব্যাটের নাম ‘ব্যাস’, সেই সংস্থার মালিক সোমি কোহলি। ভারতের অন্যতম বড় খেলার সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। সেই সোমি এক অজানা গল্প তুলে ধরেছে। ২০১৯ সালে বিশ্বকাপ খেলার সময় ধোনির ব্যাটে ব্যাসের লোগো ছিল। ওই বিশ্বকাপে সেরা পারফর্ম করেছিলেন ধোনি। ভারত সেমিফাইনালে হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ধোনি ওই ম্য়াচও জেতানোর চেষ্টা করেছিলেন টিমকে। ওই বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেটার ধোনি ব্যাসের লোগো লাগিয়ে খেললেও একটাও পয়সা নিতে চাননি।

সোমি কোহলি বলেছেন, ‘ব্যাসের লোগো লাগানোর সময় ধোনি টাকা নিয়ে কোনও কথা বলেনি। শুধু বলেছিল, ব্যাটে তোমার লোগো লাগিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি কিন্তু লোভনীয় উপার্জন করতে পারো এটা থেকে। চুক্তি পরিমাণ হতে পারত কোটি টাকা। কিন্তু ও প্রত্যাখ্যান করে দেয়। আমি ওর স্ত্রী সাক্ষীর সঙ্গেও কথা বলি। ওর বাবা-মাকেও অনুরোধ করি। এমনকি ওর বন্ধু পরমজিতের সঙ্গেও কথা বলি। কিন্তু সবাই বলে, এটা ধোনির সিদ্ধান্ত। এখান থেকে নড়ানো যাবে না।’

সেই ১৯৯৯ সাল থেকে সোমি কোহলির সঙ্গে সম্পর্ক ধোনির। তখনও জাতীয় টিমে জায়গা করে নেননি। সোমি সেই সময় প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাঁদের ক্রিকেট কিটস দিতেন। ধোনিকেও দিয়েছিলেন কিটস। ধোনিকে তখন চিনতেন না সোমি। ৫ বছর পর ২০০৪ সালে ধোনির সঙ্গে প্রথম দেখা হয় সোমির। ওই বছরই ধোনির জাতীয় দলে অভিষেক হয়। ভারতীয় টিমের হয়ে প্রথম সেঞ্চুরি যেটা করেছিলেন, তাও ছিল সোমি কোহলির কোম্পানির তৈরি ওই ব্যাস ব্যাটেই।

Leave a Reply