চোট থেকে ফিরছেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অনবদ্য পারফর্ম করেছিলেন। যদিও হায়দরাবাদে সেই ম্যাচটি হেরে যায় ভারত। রান আউট হয়েছিলেন জাডেজা। সেই রান কমপ্লিট করার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট লাগে জাডেজার। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি জাডেজা। পুরো সিরিজেই তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল। বাকি তিন টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে জাডেজাকে। তৃতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এলেন জাড্ডুই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ড কি খুবই কঠিন দল? জাডেজা অবশ্য় তা মনে করছেন না। বরং বলছেন, ‘ইংল্যান্ড খুবই শক্তিশালী প্রতিপক্ষ বলে আমি অন্তত মনে করি না। ভারতে এসে কোনও টিমের পক্ষেই সহজে জেতা সম্ভব নয়। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে আমরা কিছু ছোট্ট ভুল করেছিলাম। না হলে ওই ম্যাচ আমরা হারতাম না।’ হায়দরাবাদে ওই ম্যাচে হারটা যে অস্বস্তির, স্বীকার করে নিলেন জাড্ডু।
ভারতের এই তারকা অলরাউন্ডারের কাছে আরও বেশি অস্বস্তির ছিল নিজের চোট। টানা ক্রিকেটের ফলে চোটের পরিমানও বেড়েছে বলে মনে করেন। সে কারণে স্মার্ট হতে চান। জাডেজা বলছেন, ‘এটা খুবই হতাশাজনক। তবে যে ভাবে ক্রিকেট বেড়েছে সেটা মাথায় থাকে। মাঠে নেমে চোটের কথা ভেবে খেলা যায় না। আমার ফিল্ডিংয়ের দিকে সকলের বাড়তি প্রত্যাশা থাকে। হতেই পারে অতিরিক্ত এফোর্ট দেওয়াটাও চোটের অন্যতম কারণ। টিমের তরফেও আমার উপর বাড়তি প্রত্যাশা থাকে। ভালো ফিল্ডিং করলে কিংবা দুর্দান্ত একটা ক্যাচ নিলে সকলেই খুশি হয়।’
চোটের পরিমাণ যতটা কমানো যায়, সে দিকে বাড়তি নজর দিতে চান রবীন্দ্র জাডেজা। সেই প্রসঙ্গেই বললেন, ‘মাঠে সবসময়ই একশো শতাংশ দেওয়াই লক্ষ্য থাকে। তবে এ বার থেকে শরীর বাঁচিয়ে খেলারও চেষ্টা করব। খুব প্রয়োজন না হলে ডাইভ দেওয়া থেকে বিরত থাকব।’