ব্যাটিং প্যারাডাইস। রাজকোটের পিচ ব্যাটারদের খুবই প্রিয়। আর এখানেই আজ শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। বলা যেতে পারে, রাউন্ড থ্রি-র ম্যাচ। পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্টে ২৮ রানে জিতেছিল ইংল্যান্ড। বিশাখাপত্তনমে ভারতের প্রত্যাবর্তন। সিরিজ এখন সমতায়। দু-দলেই চোট-সমস্যা রয়েছে। সবচেয়ে বেশি অস্বস্তি ভারতীয় শিবিরেই। তবে গত ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোয় আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। এই ম্যাচ একঝাঁক মাইলফলকেরও। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস কেরিয়ারের শততম টেস্টে নামতে চলেছেন। তেমনই টেস্ট কেরিয়ারে ৫০০ উইকেটের ক্লাবের সামনে ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের নজরে ৭০০ টেস্ট উইকেট। আর ব্যাটিং সহায়ক পিচে ইংল্যান্ডের সেই ‘বাজবল’ দেখার হয়তো সুযোগ। এর মাঝে একটা ‘বিরাট’ অধ্যায় রয়েছে। বিরাট কোহলি পুরো সিরিজেই নেই। এই ম্যাচে চোটের জন্য নেই লোকেশ রাহুলও। শ্রেয়স আইয়ারও ‘চোট’-এর কারণে ছিটকে গিয়েছেন। ফলে রাজকোটে জোড়া টেস্ট অভিষেক দেখা যেতে পারে।
দীর্ঘ দিন ধরেই ওয়েটিং লিস্টে ছিলেন সরফরাজ খান। অবশেষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। যদিও দেশের হয়ে সাদা জার্সিতে খেলার স্বপ্ন এখনও পূরণ হয়নি। যা হতে পারে আজ। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করেছেন। বিশাখাপত্তনমে রজত পাতিদার এবং সরফরাজের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হত। রজত আগে সুযোগ পাওয়ায় তাঁকেই খেলানো হয়েছিল। রাজকোটে দু-জনকেই খেলানোর সুযোগ।
ভারতের ব্যাটিং অর্ডারে টপ থ্রি নিশ্চিত। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল। তিনে শুভমন গিল। চারে রজত পাতিদার। পাঁচ নম্বরে দেখা যেতে পারে অভিষেকের সামনে থাকা সরফরাজ খানকে। চোট সারিয়ে ফেরা রবীন্দ্র জাডেজা ছয়ে। পরের পজিশনটা নিয়েই প্রশ্ন। শ্রীকার ভরত কোনও দিনই অটোমেটিক চয়েস কিপার ছিলেন না। বিকল্প না থাকায় তাঁর উপর ভরসা রাখছিল টিম ম্যানেজমেন্ট। এই সিরিজেও সেই ভরসার মর্যাদা দিতে ব্যর্থ। ভরতের জায়গায় অভিষেকের অপেক্ষায় তরুণ কিপার ধ্রুব জুড়েল।
সব কিছুর মাঝে আকর্ষণের কেন্দ্রে কিন্তু পুরনো বল। কেন? সৌজন্যে জসপ্রীত বুমরা। বিদেশের মাটিতে লাল বলে বুমরা বরাবরই সাফল্য পেয়ে এসেছেন। ঘরের মাঠে খুব বেশি টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সিরিজটা এখনও অবধি তাঁর কাছে স্বপ্নের। তেমনই ক্রিকেট প্রেমীদের কাছেও। বল পুরনো হতেই রিভার্স সুইং অস্ত্র ব্যবহার করছেন বুমরা। সাফল্যও পেয়েছেন। বিশেষ করে বলতে হয় গত ম্যাচে ওলি পোপ ও বেন স্টোকসের উইকেট ছিটকে দেওয়ার কথা। রাজকোটের পরিস্থিতি রিভার্স সুইংয়ের জন্য আদর্শ হতে পারে। ইংল্যান্ড ব্যাটারদের মাথাব্যাথার কারণ এখন বুমরাই।