ইংল্যান্ড বোলারদের উপর ‘জ্বালা’ মেটালেন! বিধ্বংসী হাফসেঞ্চুরি সরফরাজের


এত দিনের জমে থাকা অভিমান। জ্বালা। সব যেন মেটালেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেও সুযোগ মিলছিল না। কখনও চেহারা এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে, আবার কখনও তাঁর আচরণ। সরফরাজ নিজের মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গিয়েছেন। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ডাক পান। এরপরও লড়াইটা সহজ ছিল না। স্কোয়াডে এলেই টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হবেই, এই গ্যারান্টি নেই। স্কোয়াডে একাধিক চোট তাঁর সামনে দরজা খুলে দেয়। তারপরই কার্যত মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেলেন সরফরাজ খান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাজকোটে টেস্ট অভিষেক রাজকীয় ভাবেই করলেন সরফরাজ খান। ক্যাপ্টেন রোহিত শর্মা অনবদ্য সেঞ্চুরির পর আউট হন। এরপরই ছ’নম্বরে ব্যাটিংয়ে প্রবেশ সরফরাজ খানের। উল্টোদিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। যিনি গত কয়েক বছর টেস্টে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন। সাধারণ উল্টোদিকে নতুন ব্যাটার এলে সেট ব্যাটারও সতর্ক হয়ে যান। জাডেজাকে তেমন করতেই হল না। সৌজন্যে সরফরাজের আত্মবিশ্বাসী ব্যাটিং। কে বলবে, কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংস তাঁর!

কোনও মিল আছে? অনেক মিল। সরফরাজ খানের ব্যাটিং দেখে কিছুক্ষণের জন্য হলেও একজনের কথা মনে পড়তেই পারে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ভারতীয় পিচে শুধু পাওয়ার নয়, রিস্ট ওয়ার্কেও যে রান করা যায় আজহারউদ্দিন সেটাই প্রথম দেখিয়েছিলেন। পরবর্তীতে ভিভিএস লক্ষ্মণের মধ্যে সেই কবজির মোচড়ের ব্যাটিং শিল্প দেখা গিয়েছে। সরফরাজের মধ্যে দুইয়েরই মিশেল রয়েছে। একদিকে যেমন ডাকাবুকো ব্যাটিং করছেন, তেমনই রিস্ট ওয়ার্কে নজর কাড়ছেন। আজহারের সঙ্গে আরও একটা মিল। কলার তোলা অ্যাটিচিউড। টেস্ট মানেই শুধু ক্রিজে পড়ে থাকা নয়, সেটাই দেখালেন সরফরাজ।

মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে বেশির ভাগ ব্যাটারই হয়তো একটা হাফসেঞ্চুরি অবধি পৌঁছতে সময় নেবেন। সতর্ক ব্যাটিং করে থাকবেন। সরফরাজ অন্য ধাঁচে গড়া। ৪৮ বলে হাফসেঞ্চুরির মধ্যে ৭টি বাউন্ডারি এবং একটি ছয়। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ৩৪ রান। তাঁর দাপট কিন্তু এখনও থামেনি। আরও বড় ইনিংসের দিকেই এগচ্ছিলেন সরফরাজ। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না। রবীন্দ্র জাডেজার ভুল কলে রান আউট হয়ে ফিরলেন। ৬৬ বলে ৬২ রানে ফিরতে হয়। অপেক্ষা এখন দ্বিতীয় ইনিংসের।

Leave a Reply