Shardul Thakur: আবার স্বমহিমায় লর্ড শার্দূল, রঞ্জিতে ৬ উইকেট নিয়ে IPLএর প্রস্তুতি
Image Credit source: X
কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টের পর জাতীয় দলে আর সুযোগ পাননি ভারতীয় অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। এ বার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) মুম্বইয়ের হয়ে দুরন্ত প্রত্যাবর্তন হল শার্দূলের। এর আগে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রঞ্জিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলেছিলেন। ব্যাট হাতে ১১ ও ৩১ রান করলেও কোনও উইকেট পাননি। এ বার অসমের বিরুদ্ধে মহারাষ্ট্রের শরদ পাওয়ার ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমিতে শার্দূলের আগুনে বোলিং দেখা গেল। অসমের বিরুদ্ধে শার্দূল একাই ছয় উইকেট তুলে নিলেন। সামনেই আইপিএল (IPL)। তার জন্যই যেন প্রস্তুতি সেরে নিচ্ছেন শার্দূল।
শুক্রবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে টস জিতে অসমকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে। অসমের প্রথম ইনিংসের চতুর্থ ওভারে ওপেনার পারভেস মুসারফকে ফেরান শার্দূল। সেই শুরু এরপর এক এক করে ১০.১ ওভার বল করে ২১ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট তুলে নেন তিনি। মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় অসম। শার্দূল ছাড়া মুম্বইয়ের হয়ে ২টি উইকেট নেন সামস মুলানি, ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মোহিত অবস্তি। শার্দূল-সামসদের দাপুটে বোলিংয়ের সুবাদে অসমের মাত্র ৩জন ক্রিকেটার দুই অঙ্কের রান তুলতে পেরেছেন। অসমের হয়ে সর্বাধিক রান করেছেন অভিষেক ঠাকুরী (৩১)। তাঁর পর রয়েছেন আব্দুল আজিজ কুরাইশি (১৫) ও সাহিল জৈন (১২)।
INCREDIBLE, SHARDUL THAKUR…!!!!!
He picked 6 wickets haul against Assam in Ranji Trophy, his bowling figure (10.1-0-21-6) for Mumbai – Sensational, Shardul. pic.twitter.com/UiGPSuB27o
— CricketMAN2 (@ImTanujSingh) February 16, 2024
টিম ইন্ডিয়ার পেসার শার্দূল ঠাকুর এই নিয়ে ১৪ বার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন। একইসঙ্গে অসমের বিরুদ্ধে এই ৬ উইকেটের সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করেছেন শার্দূল। ৭৯টি ম্যাচে তিনি এই মাইলস্টোনে পৌঁছেছেন।
Shardul Special 🔥
10.1-0-21-6⃣@imShard bowled a fabulous spell of 6⃣/2⃣1⃣ to help Mumbai bowl Assam out for 84 in the first innings in Mumbai.
Relive his brilliant spell 🔽@IDFCFIRSTBank | #RanjiTrophy pic.twitter.com/Qwrxs2kYkH
— BCCI Domestic (@BCCIdomestic) February 16, 2024
উল্লেখ্য, ভারতের হয়ে শার্দূল ঠাকুর ১১টি টেস্ট, ৪৭টি ওডিআই ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তিনি নিয়েছেন ৩১টি উইকেট এবং করেছেন ৩৩১ রান। এ ছাড়া ওডিআইতে শার্দূল ৬৫টি উইকেট নিয়েছেন এবং ৩২৯ রান করেছেন। আর টি-২০তে শার্দূলের প্রাপ্তি ৩৩টি উইকেট ও ৬৯ রান।