দলে নিতে অলআউট ঝাঁপিয়েছিলেন সৌরভ, DC-অলরাউন্ডারের ডাবল সেঞ্চুরি


আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ২৩ ফেব্রুয়ারি শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। উদ্বোধনী সংস্করণে নজর কেড়েছিল এই টুর্নামেন্ট। এ বার আরও আকর্ষণীয় হওয়ার অপেক্ষা। উদ্বোধনী সংস্করণে সব ম্যাচ হয়েছিল মুম্বইতে। এ বার দিল্লি এবং বেঙ্গালুরুতে হবে ম্য়াচ। নিলাম পর্ব অনেক আগেই শেষ হয়েছে। প্রথম বার নিলামের টেবলে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক নিলামের টেবলে ঝড় তুলেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে নিয়ে। সৌরভ যে ভুল প্লেয়ারের উপর বাজি ধরেননি, তা ক্রমশ প্রমাণ করছেন! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস জার্সিতে খেলতে দেখা যাবে অ্যানাবেল সাদারল্যান্ডকে। সেই অজি তরুণী রেকর্ড বুকে। মেয়েদের ক্রিকেটে দশম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি অ্যানাবেল সাদারল্যান্ডের। ওয়াকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১০ রান করেন অ্যানাবেল। স্কুপ শটটা ঠিকঠাক সংযোগ হলে হয়তো আরও একটা রেকর্ড গড়া হত। অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বাধিক স্কোর রয়েছে এলিস পেরির ২১৩। সাদারল্যান্ড এই স্কোর পেরিয়ে যেতেই পারতেন। মেয়েদের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের। দ্বিতীয় স্থানে রইলেন ২২ বছরের অ্যানাবেল।

উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম টেবলে অ্যানাবেলকে নিতে রীতিমতো ঝড় ওঠে। মুম্বই ইন্ডিয়ান্সের টেবলে ছিলেন ঝুলন গোস্বামী। আর দিল্লি ক্যাপিটালসে সৌরভ। দুই কিংবদন্তির লড়াই। অবশেষে ২ কোটিতে অ্যানাবেলকে নেয় দিল্লি ক্যাপিটালস। মাত্র ২.২৫ কোটি পার্সে ছিল। অ্যানাবেলকে নিতে এতটাই মরিয়া ছিল দিল্লি যে ২ কোটি খরচ করতেও পিছপা হয়নি। এই পেস বোলিং অলরাউন্ডার তিন ফরম্যাটেই নজর কাড়ছেন। এ বার উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

Leave a Reply