পরিবারে সঙ্কট, রাজকোট টেস্টের মাঝপথেই টিম ছাড়লেন অশ্বিন


রাজকোট টেস্টে হঠাৎই ছন্দপতন। ম্যাচের দ্বিতীয় দিন মাইলফলকে পৌঁছেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেওয়ার কীর্তি রবিচন্দ্রন অশ্বিনের। এই মাইলফলক বাবাকে উপহার দিয়েছিলেন অশ্বিন। সম্প্রচারকারী চ্যানেল তাঁর বাবা-মায়ের মন্তব্যের ভিডিয়ো দেখিয়েছিল। যদিও অশ্বিনকে নিয়ে হঠাৎই ধোঁয়াশা তৈরি হল। কিছুক্ষণ আগেই বোর্ডের তরফে জানানো হয়েছে, জরুরি পারিবারিক কারণে এই ম্যাচ থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে প্রথম ইনিংসে ১ উইকেট নিয়েছেন অশ্বিন। সেই এক উইকেট অনেকটাই মূল্যবান। কেরিয়ারের ৫০০ তম টেস্ট উইকেট। এরপরই সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন নানা বিষয়ে কথা বলেন। মাইলফলকের উইকেটটি বাবাকে উপহারের কথা বলেন। তার কারণও রয়েছে। অশ্বিন বলেন, ‘আমার খেলা দেখেই বাবা অসুস্থ হয়ে পড়েছে। আমার সবচেয়ে বড় সমর্থন। আমাকে খেলতে দেখলেই যেন হার্ট অ্যাটাক হয় বাবার, এতটাই চাপে থাকে।’ এই মন্তব্যগুলি স্রেফ রূপক হিসেবে ব্যবহার করেছিলেন অশ্বিন। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে ভারতীয় বোর্ডের ই-মেলে।

বিসিসিআইয়ের তরফে ই-মেলে জানানো হয়েছে-পরিবারে মেডিক্যাল এমারজেন্সি হওয়ায় তৃতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন। বোর্ড ওর পাশে রয়েছে। সবরকম ভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। অশ্বিন দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠুক সেটাই সকলের প্রার্থনা। পাশাপাশি বোর্ডের তরফে অনুরোধ করা হয়েছে, এ সময় অশ্বিনকে যেন কোনও ভাবে বিরক্ত না করা হয়।



Leave a Reply