কেন রঞ্জিতে খেলছেন না ঈশান কিষাণ? অবশেষে ফাঁস রহস্য


কেন রঞ্জিতে খেলছেন না ঈশান কিষাণ? অবশেষে ফাঁস রহস্যImage Credit source: X

কলকাতা: গত কয়েকদিন ধরে ভারতীয় ক্রিকেটে চর্চার কেন্দ্রে ঈশান কিষাণ (Ishan Kishan)। টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার ব্যাটার দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে। ঈশান কিষাণের আসল পরিকল্পনা কী? এই প্রশ্ন তাঁর অনুরাগী থেকে শুরু করে ভারতীয় টিমের সকলেরই। যে ক্রিকেটাররা জাতীয় দলের ডিউটিতে নেই এবং যাঁরা অসুস্থ বা চোট সারাতে রিহ্যাবে রয়েছেন তাঁদের ছাড়া বাকি ক্রিকেটারদের জন্য বোর্ডের পক্ষ থেকে রঞ্জি ট্রফিতে খেলার বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বোর্ডের কড়া নির্দেশ মানেননি ঈশান কিষাণ। যে কারণে প্রশ্ন উঠছিল যে, হয়তো এ বারের আইপিএলে খেলা হবে না ঈশানের। রঞ্জিতে ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটারের না খেলার আসল কারণ জানা গেল।

আপাতত রাজস্থানের বিরুদ্ধে চলতি রঞ্জি মরসুমের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলছে ঝাড়খণ্ড। তাতে ঈশান কিষাণ খেলছেন না। তাঁর এই আচরণে ক্ষুব্ধ বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। এরই মাঝে ঈশান ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কের একজন সিনিয়র সদস্যকে জানিয়েছেন তিনি ব্যাটিং ত্রুটি নিয়ে কাজ করছেন। ঈশানকে টেস্ট টিমে ফেরার জন্য রঞ্জি খেলার পরামর্শ দিয়েছিলেন ভারতীয় টিমের এক কর্তা। কিন্তু তিনি লাল বলের ক্রিকেটে খেলার জন্য প্রস্তুত নন বলেই জানা গিয়েছে।

Leave a Reply