Ranji Trophy 2024: রঞ্জি যাত্রা শেষ বাংলার, বিদায়ী ম্যাচে মনোজকে জয় উপহার মুকেশ-সুরজদেরImage Credit source: CAB
কলকাতা: রবি-সকালে বিহারের বিরুদ্ধে রঞ্জিতে (Ranji Trophy 2024) প্রত্যাশিত জয় পেল বাংলা (Bengal)। ক্যাপ্টেন মনোজ তিওয়ারির বিদায়ী ম্যাচে জয় সাজিয়ে দিলেন মুকেশ কুমার, সুরজ সিন্ধু জয়সওয়ালরা। রবিবার সকালে বিহারের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ১১২ রানে। যার ফলে এক ইনিংস ও ২০৪ রানের বিরাট ব্যবধানে জিতল বাংলা।
দ্বিতীয় দিনের শেষে বিহার ছিল ১ উইকেটে ৩২ রানে। বাংলা ২৮৪ রানে এগিয়ে ছিল। রবিবার একের পর এক উইকেট হারাতে থাকে বিহার। চতুর্থ উইকেটে গনি ও বিপিন ছাড়া কোনও জুটি দাগ কাটতে পারেননি। গনি-বিপিন জুটিতে ৫০ রান যোগ করেন স্কোরবোর্ডে। দুই পেসারে ভর করে বিহারকে হারিয়ে দিল বাংলা। রাজকোট থেকে ইডেনে এসে বাংলার হয়ে এ বারের রঞ্জি ট্রফির শেষ ম্যাচ খেললেন মুকেশ। ৯ ওভার বল করে ৩২ রানের বিনিময়ে মোট ৬টি উইকেট নেন মুকেশ কুমার। ১২.১ ওভারে ৩৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন সুরজ সিন্ধু জয়সওয়াল।
শনিবার বাংলা টিমের সতীর্থরা মনোজ তিওয়ারিকে গার্ড অব অনার দেন। নিজের সোশ্যাল মিডিয়া সাইট X এ মনোজ সেই ভিডিয়ো শেয়ার করেছেন।
This will be a lifetime memory for me. Thank you my family #TeamBengal for the incredible gesture. I really wanna thank Head Coach @Lshukla6, all the magnificent support staff and my outstanding colleagues. 🏏
I will never forget this “Guard Of Honour” for sure. ❤️🙌… pic.twitter.com/vvgnUymCnV
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 17, 2024
বিহারকে হারানোর পর বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘শেষ বার… ক্রিকেটকে মিস করব। আমার সকল অনুরাগীদের ধন্যবাদ। তোমাদের আনন্দ দিতে পেরেছি। বিদায় ২২ গজ।’
One last time… Wanna miss you cricket! Thanks to all my fans for allowing me to entertain you… 🏏
Good bye to the 22 yards… 🙏 pic.twitter.com/yDnVAmLGWe
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 18, 2024