বাবরের চেয়েও বেশি অর্থ উপার্জন করেন স্মৃতি মান্ধানা!


নয়াদিল্লি: বাবর আজমের চেয়েও বেশি অর্থ রোজগার করেন স্মৃতি মান্ধানা! অবাক হওয়ার কিছু নেই। মেয়েদের প্রিমিয়ার লিগ বা মেয়েদের আইপিএলে স্মৃতি মান্ধানা যা টাকা পান, তা বাবর আজমের চেয়ে দ্বিগুণেরও বেশি। আইপিএলের ঢংয়ে শেষ কয়েক বছর ধরেই চলছে পাকিস্তান সুপার লিগ। বিশ্বের আরও অনেক জায়গাতেই টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হয়। জনপ্রিয়তার নিরিখে অবশ্য এক নম্বরে আইপিএল। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ বা ক্যারিবিয়ান লিগকেও পিছনে ফেলে দিয়েছে ভারতের টি-টোয়েন্টি লিগ। ছেলেদের পাশাপাশি মেয়েদের টি-টোয়েন্টি লিগকেও জনপ্রিয় করার চেষ্টায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ছেলেদের মতো মেয়েদের আইপিএলেও নিলাম হয়েছে। গত বছর ৩.৪ কোটি টাকায় স্মৃতি মান্ধানাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এ বছরও স্মৃতিকে একই টাকায় রেখে দিয়েছে আরসিবি। ২৩ ফেব্রুয়ারি শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই স্মৃতি মান্ধানারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানে চলছে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ। পাকিস্তান সুপার লিগে বাবর আজম যা কামান, তার চেয়ে অনেক বেশি মান্ধানার বেতন। পেশোয়ার জালমির হয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে খেলেন বাবর। সেই দলের নেতৃত্বের দায়িত্বেও রয়েছেন পাক অধিনায়ক। এ দিকে স্মৃতি মান্ধানাও আরসিবিকে নেতৃত্ব দেন।

ভারতীায় মুদ্রায় বাবরের বেতন ১.২৩ কোটি টাকা। সেখানে স্মৃতি মান্ধানার দর বাবরের চেয়ে অনেকটাই বেশি। জনপ্রিয়তার নিরিখে আইপিএলের থেকে কয়েক ধাপ পিছনে পাকিস্তান সুপার লিগ। এমনকি ভারতের মেয়েদের টি-টোয়েন্টি লিগও জনপ্রিয়তার বিচারে পাকিস্তানের ছেলেদের টি-টোয়েন্টি লিগের চেয়ে এগিয়ে।

Leave a Reply