মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। আর ছেলের নাম রাখলেন অকায়। বরাবরই নিজেদের স্বতন্ত্র প্রমাণ করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও তার অন্যথা হল না। একেবারেই ছকভাঙা নাম রাখলেন ওঁরা। ভামিকা শব্দের অর্থ হল মা দুর্গা। আর অকায়? জানা যাচ্ছে, অকায় শব্দের একটি অর্থ কায়াহীন অর্থাৎ যার কোনও শরীর নেই। তবে এর আরও এক অর্থ রয়েছে। তুর্কীর একটি শব্দ অকায়ের অর্থ হল জ্যোৎস্নার চাঁদ থেকে নির্গত আলো। তবে সাধারণত কন্যা সন্তানের ক্ষেত্রেই এই নাম রাখা হয়। ওঁরা এখানেও আলাদা।
১৫ ফেব্রুয়ারি জন্ম নিয়েছে অকায়। যদিও এই পাঁচ দিন সন্তানের জন্ম নিয়েই চুপই ছিলেন ওঁরা। এ দিন সন্ধে হতেই এক পোস্টে অনুষ্কা লেখেন, “হৃদয় আনন্দে পরিপূর্ণ, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, এই ১৫ ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকা ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়।” যোগ করেন, “সকলের আশীর্বাদ চাইছি। একই সঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায়ের আবেদনও জানাচ্ছি। ভালবাসাসহ বিরাট ও অনুষ্কা”।
২০২১ সালের ১১ জানুয়ারি জন্ম হয়েছিল ভামিকার। এর তিন বছর এল অকায়। ভামিকার জন্মের পর এখনও পর্যন্ত তাঁর মুখ দেখাননি বাবা-মা। সন্তানের প্রাইভেসি রক্ষার্থে সবসময়ই সচেষ্ট তাঁরা। ঘনিষ্ঠদের ধারণা এ ক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করবেন অনুষ্কা ও বিরাট।