রাঁচির পিচ ধাঁধা সহজ করলেন ভারতীয় দলের কোচ


ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্তম্ভিত রাঁচির পিচ নিয়ে। কিছুই বুঝে উঠতে পারছেন না। বরং বলেছেন, এমন কোনও দিন দেখেননি। যদিও রাঁচির পিচ নিয়ে ভারতীয় টিমে কোনও জটিলতা নেই। অন্তত ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। প্রথম তিন ম্যাচে স্পোর্টিং পিচই দেখা গিয়েছে। বেশ কিছু সেঞ্চুরি হয়েছে। স্পিনাররা সহযোগিতা পেয়েছেন। জসপ্রীত বুমরা, সিরাজের বোলিং দাপট দেখা গিয়েছে। রাঁচিতে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সে কারণেই কি ভিন্ন পিচ হতে চলেছে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের আগের দিন অর্থাৎ আজ প্র্যাক্টিসের আগে ভারতীয় দলের প্লেয়ার, সাপোর্ট স্টাফ সকলেই ভালো ভাবে পিচ পর্যবেক্ষণ করেন। এরপরই সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে যাবতীয় জটিলতা পরিষ্কার করলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। দূর থেকে পিচে ঘাস দেখা গেলেও খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যাচ্ছে, পিচে ফাটল রয়েছে। ভারতে যেমন পিচ হয়ে থাকে, এখানে তেমন পিচ বলেই মন্তব্য করেন রাঠোর। তাহলে কি র‌্যাঙ্ক টার্নার হতে চলেছে?

ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বলছেন, ‘ভারতের মাটিতে যখনই খেলা থাকে, বারবার পিচ নিয়ে প্রশ্ন তোলা হয়। এখানে টিপিক্যাল ভারতীয় পিচ। ফাঁটল রয়েছে। বল টার্ন হবে। তবে কতটা টার্ন হবে সেটা বলা কঠিন। আমাদের টিমে যথেষ্ঠ ভারসাম্য রয়েছে। সুতরাং, এই নিয়ে একেবারেই চিন্তিত নই।’ জসপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া যে পরিকল্পিত সিদ্ধান্ত, পরিষ্কার করে দিলেন রাঠোর। টানা ক্রিকেট রয়েছে। সে কারণেই এই সিদ্ধান্ত।

Leave a Reply