তারকার মেলা। শুধু ম্যাচেই নয়, তার আগেও। আজ শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সামনে গত বারের রানার্স দিল্লি ক্যাপিটালস। এ বার শুধু মুম্বই নয়। দুটি শহরে হবে উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। এলিমিনেটর, ফাইনাল সহ বাকি ১১টি ম্যাচ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। চিন্নাস্বামীতে আজ তারকা সমাবেশ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল, গত বারের মতো সন্ধে ৭.৩০-এ শুরু হবে ম্যাচ। যদিও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু রাত ৮টায়। তার আগে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। থাকবেন বলিউডের বাদশা শাহরুখ খান সহ অনেকেই। আর ক্রিকেট জগতের ব্যক্তিত্বদের কথা না বললেই নয়। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও থাকছেন বেঙ্গালুরুতে। আর মুম্বই ডাগআউটে মেয়েদের ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী।
উদ্বোধনী সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর নেতৃত্ব এবং ব্যাটিং দুটোই ভরসা দিয়েছিল। এ বার অবশ্য খারাপ ফর্মে রয়েছেন হরমনপ্রীত। দেশের জার্সিতে দীর্ঘ সময় রান পাচ্ছেন না। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তুলনামূলক চাপ কম। ফলে এই ম্যাচ থেকেই হয়তো ফর্মে ফিরলেন হরমন! ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেটাই চাইবেন। মুম্বই ইন্ডিয়ান্সের মূল নজর থাকবে ন্যাট সিবারের দিকে। গত বারের সর্বাধিক স্কোরার। তেমনই দিল্লি ক্যাপিটালস ব্যাটিং লাইন আপে রয়েছেন শেফালি ভার্মার মতো বিধ্বংসী ওপেনার। আর ভুললে চলবে না মেয়েদের ক্রিকেটে গ্রেটেস্ট অব অলটাইম মেগ ল্যানিংয়ের কথা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মেগ। অনেকটাই চাপমুক্ত হয়ে নামবেন দিল্লি অধিনায়ক।
“𝑲𝒆𝒉𝒕𝒆 𝒉𝒂𝒊𝒏 𝒂𝒈𝒂𝒓 𝒌𝒊𝒔𝒊 𝒄𝒉𝒆𝒆𝒛 𝒌𝒐 𝒅𝒊𝒍 𝒔𝒆 𝒄𝒉𝒂𝒉𝒐, 𝒕𝒐𝒉 𝒑𝒐𝒐𝒓𝒊 𝒌𝒂𝒊𝒏𝒂𝒂𝒕 𝒖𝒔𝒆 𝒕𝒖𝒎𝒔𝒆 𝒎𝒊𝒍𝒂𝒏𝒆 𝒌𝒊 𝒌𝒐𝒔𝒉𝒊𝒔𝒉 𝒎𝒆𝒊𝒏 𝒍𝒂𝒈 𝒋𝒂𝒂𝒕𝒊 𝒉𝒂𝒊”🥹💙
King 🤝 Queen 👑#YehHaiNayiDilli #TATAWPL #ShahrukhKhan #MegLanning |… pic.twitter.com/iynVjwH1jg
— Delhi Capitals (@DelhiCapitals) February 22, 2024
বোলিংয়ে দু-দলেই তারকারা রয়েছেন। তেমনই তরুণ মুখও। উদ্বোধনী সংস্করণে নজর কেড়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাক। দিল্লি ক্যাপিটালসে রয়েছেন পেসার তিতাস সাধু। উদ্বোধনী সংস্করণে সেই অর্থে সুযোগ পাননি। এ বার দিল্লির অন্যতম সেরা অস্ত্র। সাইকা এবং তিতাস এখন আর আনক্যাপড প্লেয়ার নন। দু-জনেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা নিয়েই নামছেন এ বারের টুর্নামেন্টে। ম্যাচের আগে বিনোদন, আর ম্যাচে হরমনপ্রীত, ন্যাট সিবার, শেফারি ভার্মা, হেইলি ম্যাথুজদের মতো ক্রিকেটারদের রুদ্ধশ্বাস লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।
Bade bade deshon mein aisi 𝐁𝐀𝐃𝐈 𝐁𝐀𝐃𝐈 mulakaatein hoti rehti hai 🤭💙#OneFamily #AaliRe #MumbaiIndians #TATAWPL pic.twitter.com/F8AnB3o4YI
— Mumbai Indians (@mipaltan) February 22, 2024
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, হরমনপ্রীত কৌর, ন্যাট সিবার, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, হুমাইরা কাজী, ইসি ওং, অমনজ্যোৎ কৌর, জিন্টিমনি কলিতা, সাইকা ইসাক
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- মেগ ল্যানিং, শেফালি ভার্মা, জেমিমা রডরিগজ, মারিজান কাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, জেস জোনাসন, অশ্বনী কুমারি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, তিতাস সাধু
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, রাত ৮টা, জিও সিনেমায় স্ট্রিমিং, স্পোর্টস ১৮-এ সম্প্রচার