১৮টা ছক্কা, ২১ বলে সেঞ্চুরি, টি-টেন লিগে তাণ্ডব স্প্যানিশ ক্রিকেটারের!


কলকাতা: স্পেন ফুটবলের জন্য বিখ্যাত। দৃষ্টিনন্দন পাস কিংবা গোল হামেশাই উপহার দেন তারকারা। সেই দেশেরই এক ক্রিকেটার কিনা তাণ্ডব করলেন ক্রিকেট মাঠে। আরও ভালো করে বললে, রানের সুনামি দেখা গেল তাঁর ব্যাটে। এতটাই যে, তাঁর ছক্কা গুনতে গুনতে হয়রান হয়ে পড়েছেন স্কোরার পর্যন্ত। হবে না-ই বা কেন? মাত্র ২১ বলে কেউ যদি সেঞ্চুরি করে বসেন, তা হলে চার-ছয়ের সিগনাল দিতে দিতে হাত ব্যথা হয়ে যেতে পারে আম্পায়ারের। ইউরোপিয়ান টি-টেন লিগে স্পেনের ক্রিকেটার আসজাদ বাট ছিনিমিনি খেলেছেন বিপক্ষের বোলারদের নিয়ে। সোহাল হসপিটালেটের সঙ্গে ম্যাচ ছিল কাতালুনিয়া ড্রাগন্সের। শুধু সেঞ্চুরি করা নয়, আরও বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আসজাদ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১০ ওভারে ১৫৬ তাড়া করতে নেমেছিল হসপিটালেট। ওপেন করতে নামা আসজাদ সব হিসেব উল্টে দিয়েছেন। ২১ বলে সেঞ্চুরি করার পাশাপাশি ২৭ বলে ১২৮ করে নট আউট থেকে যান। মাত্র ৫.৩ ওভারে টিমকে জয় এনে দিয়েছেন। বিস্ফোরক ইনিংস খেলতে গিয়ে মেরেছেন ১৮টা ছয় ও ৪টে চার। স্ট্রাইক রেট ৪৭৪। আসজাদের এই সেঞ্চুরি নয়া রেকর্ডও তৈরি করেছে। ইউরোপিয়ান টি-টেন লিগে এর আগে ২৫ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল শের আলির। ২০২৩ সালে তিনি ইউরোপিয়ান লিগেরই একটা ম্যাচে এই রেকর্ড করেছিলেন। এক বছরেরও কম সময়ে যা ভেঙে দিলেন আসজাদ।

একটা সময় ছিল, ওয়ান ডে ক্রিকেটে ধুন্ধুমার ব্যাটিং দেখা যেত। সনথ জয়সূর্য, শাহিদ আফ্রিদিরা হইচই ফেলে দিয়েছেন তাঁদের জমানায়। সেই ট্রেন্ডই আরও বিস্ফোরক মোডে দেখা গিয়েছে আইপিএলে কিংবা টি-টোয়েন্টি লিগে। টি-টেন লিগে তাই এখন প্রতি বলে ছয়-এর মতো ঘটনার দিকে গড়াচ্ছে।



Leave a Reply