২৩ মার্চ ঘরের মাঠেই IPL যাত্রা শুরু রিঙ্কুদের, বিরাট-সৌরভের বিরুদ্ধে ম্যাচ কবে?


কলকাতা: আইপিএলের শুরুতেই বিউগল বেজে উঠছে ইডেনে। ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল। প্রথম ২১ ম্যাচের সূচি ঘোষণা হল। আরও ভালো করে বললে, তিন রাউন্ডের ম্যাচের সূচি জানানো হল। আর তাতে আইপিএলের দ্বিতীয় দিন, অর্থাৎ ২৩ মার্চ মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ প্যাট কামিন্সের হায়দরাবাদ। শনিবাসরীয় ইডেন রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ারদের দেখার জন্য ফুলহাউস থাকবে ইডেন। গত কয়েক বার চেষ্টা করলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। শাহরুখ খানের টিম এ বার খেতাব জিততে মরিয়া। আর তাই ফেরানো হয়েছে দু’বার টিমকে ট্রফি জেতানো গৌতম গম্ভীরকে। শুরু থেকেই বেগুনি রংয়ে একাকার হয়ে যেতে চাইছে কলকাতা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

হায়দরাবাদ ম্যাচের পরই দুটো উত্তেজক এবং কঠিন ম্যাচে নামতে হবে কেকেআরকে। ২৯ মার্চ কেকেআরের খেলা বিরাট কোহলির ঘরের মাঠে আরসিবির সঙ্গে। আইপিএলের ইতিহাসে এই ম্যাচ বরাবরই রোমাঞ্চকর। শুধু তাই নয়, বিরাট বনাম গম্ভীরের ইতিহাসও রয়েছে। কেকেআরের ক্যাপ্টেন থাকাকালীন বিরাটের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। গত বারও যখন লখনওয়ের মেন্টর ছিলেন, তখনও একই ঝামেলা দেখা গিয়েছে। এ বার কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীরের দায়িত্ব যেমন বেশি থাকবে, তেমনই বিরাটের টিমকে হারাতে চাইবেন। মাঠ ও মাঠের বাইরে যে ম্যাচ উত্তেজনা ছড়াবে, তাতে আর আশ্চর্য কী।

৩ এপ্রিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। একটা জিনিস পরিষ্কার, লোকসভা ভোটের কারণে আইপিএলে ছোট বিরতি থাকতে পারে। তাই প্রতিটা রাউন্ডের ম্যাচ টিমগুলোর কাছে গুরুত্বপূর্ণ। কেকেআরকে যদি চ্যাম্পিয়ন হতে হয়, তা হলে পয়লা তিন রাউন্ডের ম্যাচ জিততে হবে। গম্ভীর সেটা ভালোই জানেন। একে সৌরভের দিল্লি, তার পর উপর নিজের রাজ্যের টিম, ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা দিল্লিতে নয়, খেলবে বিশাখাপত্তনমে।

কেকেআরের প্রথম তিনটে ম্যাচ

২৩ মার্চ, কেকেআর বনাম হায়দরাবাদ, কলকাতা

২৯ মার্চ, আরসিবি বনাম কেকেআর, বেঙ্গালুরু

৩ এপ্রিল, দিল্লি বনাম কেকেআর, বিশাখাপত্তনম

Leave a Reply