চা বিরতির মধ্যেই সব রিভিউ শেষ, জাডেজার উপর ক্ষুব্ধ রোহিত!


প্রথম সেশনে পাঁচ উইকেট। দ্বিতীয় সেশনে ৩৭ ওভারের মতো হয়েছে। কোনও উইকেট নেই ভারতের ঝুলিতে। লেগ সাইডে দুটি কঠিন হলেও ক্যাচের সুযোগ মিস উইকেট কিপার ধ্রুব জুড়েলের। দু-একটা ডেলিভারি এত্তটা নীচু হয়ে আসে, তাতে অস্বস্তিতেও পড়েন ইংল্যান্ড ব্যাটাররা। তবে জো রুট অনবদ্য ব্যাটিং করেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুইপ কিংবা রিভার্স সুইপের রাস্তায় হাঁটেননি। যোগ্য সঙ্গ দিলেন বেন ফোকস। ভারতীয় শিবিরে অস্বস্তি বাড়ল। আরও অস্বস্তি বাড়াল এত দ্রুত ডিআরএস শেষ হতেই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দুটি রিভিউ আগেই শেষ হয়েছিল। জো রুট ও বেন ফোকস অনবদ্য ব্যাট করছেন। প্রথম সেশনে পাঁচ উইকেট নিলেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। ইতিমধ্যেই ৮৬ রানের জুটি গড়েছেন জো রুট ও বেন ফোকস। এই জুটি বাড়তে থাকলে ভারতের চিন্তাও যে বাড়বে এ নিয়ে সন্দেহ নেই। জুটি ভাঙার জন্য মরিয়া ছিল ভারত। এর জন্যই চূড়ান্ত ভুল সিদ্ধান্ত নিল। বোলারের ‘ক্যাপ্টেন’ হতে গিয়ে বড় ভুল করে বসেন রোহিত।

চা বিরতির আগে বোলিং করছিলেন রবীন্দ্র জাডেজা। বেন ফোকসের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেন। বল লেগ স্টাম্প মিস করত। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কিপার ধ্রুব জুরেলও লেগসাইডেই সরছিলেন। যদিও রবীন্দ্র জাডেজা জোরাজুরি করেন রিভিউ নেওয়ার জন্য। একটাই রিভিউ বাকি থাকায় ভাবতে বাধ্য হন রোহিত। তরুণ কিপার ধ্রুব জুরেল বোঝানোর চেষ্টা করেন বল লেগসাইডে যাচ্ছিল। জাডেজা অবশ্য হাল ছাড়েননি। রোহিতকে বোঝানোর চেষ্টা করেন, আম্পায়ার্স কলে রিভিউ থেকে যেতে পারে। কার্যত বাধ্য হয়েই রিভিউ নেন রোহিত।

জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখেই অস্বস্তিতে পড়েন রোহিত। তখনও বল ট্র্যাকার দেখানো হয়নি। তবে রোহিত নিশ্চিত হয়ে যান, এটা লেগ সাইডেই যাচ্ছিল। জাডেজার উপর ক্ষোভ উগরে দেন। চা বিরতির মধ্যেই তিনটি রিভিউ শেষ, ক্রিজে জো রুটের মতো অনবদ্য ব্যাটার। ভারতকে ব্যাকফুটে ঠেলে দিল দ্বিতীয় সেশন।

Leave a Reply