শেষ বলে ছয়! অনামী সজনার এক শটেই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের


উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ জয় দিয়ে শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ও দিল্লি। দ্বিতীয় সংস্করণ শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। আকর্ষণের কেন্দ্রে ছিলেন বলিউডের বাদশা কিং খান। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে এক অনামী প্লেয়ার সঞ্জীবন সজনা। এ বারই অকশনে তাঁকে ১০ লক্ষ টাকার বেস প্রাইসে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে একটা শটই যে লাখ টাকার চেয়েও দামি হবে, সেটা হয়তো অনুমান করেননি কেউই! রুদ্ধশ্বাস একটা ম্যাচের পর জয়ের হাসি মুম্বই শিবিরে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছোট বাউন্ডারি। পরের দিকে শিশিরের প্রভাব থাকে। রান তাড়ায় সুবিধা হয়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। যদিও তাঁদের কাজ কঠিন করেন অ্যালিস ক্যাপসি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। মেগ ল্যানিংও সেট হয়ে ফেরেন। অ্যালিস ক্যাপসির ৭৫ রানের ইনিংস পার্থক্য গড়ে দেয়। জেমিমা রডরিগজ করেন ২৪ বলে ৪২। নির্ধারিত ২০ ওভারে মুম্বইকে ১৭২ রানের বিশাল লক্ষ্য দেয় দিল্লি ক্যাপিটালস।

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খায় হরমনপ্রীতদের। দিল্লি ক্যাপিটালস পেসার মারিজান কাপের প্রথম ওভার উইকেট মেডেন। আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে ছিলেন না হরমনপ্রীত কৌর। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি। বোর্ডে ১৭২ রানের টার্গেট। ম্যাচের পরিস্থিতি বারবার বদলেছে। তবে শেষ বলে যেন অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। শেষ ওভারে ১২ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। ক্রিজে হরমনপ্রীত কৌর। পুরো ২০ ওভার অবধি অপেক্ষা করতে হবে না, এমনটাই প্রত্যাশিত ছিল মুম্বই সমর্থকদের।

প্রথম বলেই আউট পূজা বস্ত্রকার। চতুর্থ বলে স্ট্রাইক পান হরমনপ্রীত এবং বাউন্ডারি মারেন। শেষ ২ বলে ৫ রান। বোলিংয়ে অফস্পিনার অ্যালিস ক্যাপসি। ছবিটা যেন এমন ভাবে আঁকা হচ্ছিল, হরমনপ্রীত ছয় মারবেন, মুম্বই ডাগআউট উচ্ছ্বাসে ভাসবে। পঞ্চম ডেলিভারি বড় শট খেললেন হরমনপ্রীত। যদিও তা ক্যাচ। হরমনপ্রীত আউট! এ বার।

ক্রিজে এলেন সঞ্জীবন সজানা। উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ডেলিভারি খেলবেন। ম্যাচ সুপার ওভারে নিয়ে যেতে বাউন্ডারি প্রয়োজন। আর বিট হলে হার। দুটোর কোনওটাই হল না। WPL-এর মঞ্চে প্রথম শট সজানার, ছয় এবং মুম্বইয়ের ৪ উইকেটে জয়।



Leave a Reply