অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি, তাতেও নিরাপদ নয় বিরাট কোহলির রেকর্ড!


কলকাতা: রাঁচি টেস্টে কি সিরিজে সমতা ফেরাতে চলেছে ইংল্যান্ড? খেলার যা গতিপ্রকৃতি দ্বিতীয় দিন, তাতে অনেকেই কিন্তু বলতে শুরু করে দিয়েছেন, রাঁচির পিচ বুমেরাং হতে চলেছে ভারতের কাছে। বেন স্টোকসের টিম ধোনির পাড়ায় প্রত্যাবর্তনের ছক যখন সাজাচ্ছে, তখন ইংলিশ টিমের বিরুদ্ধেই অনন্য রেকর্ড করে ফেললেন ওপেনার যশস্বী জয়সওয়াল। এই সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পর পর দুটো ডাবল সেঞ্চুরিও করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও সিরিজে করা সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। সেই রেকর্ডও আর নিরাপদ নয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাহুল দ্রাবিড় ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই তিন টেস্টের সিরিজে ৬০২ করেছিলেন। ছ’টা ইনিংসে সব মিলিয়ে ৩২ ঘণ্টা ব্যাট করেছিলেন। ২৩০ ওভার খেলেছিলেন। ৮৫টা চার সহ করেছিলেন ওই রান। গড় ছিল ১০০.৩৩। নটিংহ্যামে ম্যাচ বাঁচানো ১১৫। হেডিংলে-তে ম্যাচ জেতানো ১৪৮। আর ওভালে করেছিলেন ২১৭। ২০১৬-১৭ মরসুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। ৬৫৫ রান করেছিলেন। দুটো সেঞ্চুরি, দুটো হাফসেঞ্চুরি ছিল। সর্বোচ্চ ছিল ২৩৫।

২২ বছর পর রাহুল দ্রাবিড় এখন ভারতীয় টিমের কোচ। রাঁচিতে চলছে চতুর্থ টেস্ট। পর পর দুটো ডাবল সেঞ্চুরি করেছেন। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে বাঁ হাতি ওপেনার করেছেন ৭৩। সব মিলিয়ে ৬১৮ করে দ্রাবিড়কে টপকে গিয়েছেন। সামনে শুধু বিরাট কোহলি। হাতে রয়েছে আরও তিনটে ইনিংস। যে ফর্মে আছেন যশস্বী আশা করাই যায়, বিরাটের পুরনো রেকর্ডটাও আর অক্ষত থাকবে না।

অবশ্য এই রেকর্ড শুধুই ইংল্যান্ডের বিরুদ্ধে। টেস্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে সুনীল গাভাসকরের। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭৭৪ রান করেছিলেন সানি। মোট চারটে সেঞ্চুরি, তিনটে হাফসেঞ্চুরি করেছিলেন মুম্বইয়ের ওপেনার। দু’নম্বরেও রয়েছেন লিটল মাস্টার। ১৯৭৮-৭৯ মরসুমে ঘরের মাঠে ক্যারিবিয়ান টিমের বিরুদ্ধে ৬ ম্যাচের টেস্ট সিরিজে ৭৩২ করেছিলেন গাভাসকর। তিনে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৪-১৫ মরসুমে ঘরের মাঠে ৪ টেস্টের সিরিজে ৬৯২ করেছিলেন সব মিলিয়ে।

Leave a Reply