‘আইপিএলেও হয়তো খেলবে না’, বিরাটকে খোঁচা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তির!


বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলবেন না। এমনই মন্তব্য সুনীল গাভাসকরের! ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য প্রাথমিক ভাবে দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল বোর্ড। স্কোয়াডে প্রত্যাশিত ভাবেই নাম ছিল বিরাট কোহলির। তবে সিরিজ শুরুর আগে সরে দাঁড়ান বিরাট। কী কারণে তখন ছুটি নিয়েছিলেন, তা অবশ্য প্রকাশ্যে আনেননি। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান হয়। যদিও পাঁচ দিন পর তা প্রকাশ্যে আনেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। লন্ডনে পুত্রসন্তান হয়েছে। বিরাট কোহলিকে এই সিরিজের বাকি একটি টেস্টেও পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। আর তা নিয়েই মন্তব্য কিংবদন্তি সুনীল গাভাসকরের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট শুরু হবে ৭ মার্চ। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আপাতত প্রথম ১৫ দিনের সূচি প্রকাশ করা হয়েছে। ২২ মার্ট শুরু আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী ম্যাচটি হবে চেন্নাইয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট না খেলায় প্রশ্ন তৈরি হয়েছে, আইপিএলেও কি খেলবেন না বিরাট কোহলি? বরং বলা ভালো, জল্পনা উস্কে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি।

রাঁচিতে একটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ছাত্রদের সঙ্গে কথাবার্তার সময় কোহলি প্রসঙ্গ উঠে আসে। ছাত্রদের মধ্যেই কেউ জিজ্ঞেস করেন, বিরাট কোহলি আইপিএলে প্রচুর রানের খিদে নিয়ে নামবেন কিনা। গাভাসকর বলেন, ‘ও কি আইপিএলে খেলবে! কিছু কারণে ও তো এখন খেলছে না। হতেই পারে আইপিএলেও খেললো না।’ গাভাসকরের কথায় যে মজা নয়, খোঁচাও ছিল তা পরিষ্কার। বিরাট কোহলিকে ছাড়াই টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। তরুণ দলের প্রশংসায় মেতেছেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও। হয়তো সে কারণেই বিরাটকে খোঁচা!

Leave a Reply