পাড়ার গলি থেকে শিবাজী পার্ক… ক্রিকেট জীবনের অজানা গল্প শোনালেন সচিন


Sachin Tendulkar: পাড়ার গলি থেকে শিবাজী পার্ক… ক্রিকেট জীবনের অজানা গল্প শোনালেন সচিনImage Credit source: PTI

কলকাতা: ক্রিকেটের ঈশ্বর তিনি। বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের সংখ্যা অগণিত। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রেখেছিলেন। তারপর তিনি বইয়ে দিয়েছিলেন রেকর্ডের বন্যা। কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আজও রেকর্ডের খাতায় মলিন। তাঁকে দেখে অনুপ্রাণিত হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা তরুণদের সংখ্যা নেহাতই কম নয়। সেই সচিন তেন্ডুলকর বাড়ির সামনের গলি থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। সেখান থেকে শিবাজী পার্ক, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শুরু করে দেশ-বিদেশ দাপিয়ে বেড়িয়েছেন সচিন। এ বার ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের নিলামে নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণা করলেন সচিন তেন্ডুলকর।

মুম্বইয়ের রাস্তায় ক্রিকেট খেলা শুরু করেছিলেন সচিন তেন্ডুলকর। এরপর বিশ্বজুড়ে একাধিক স্টেডিয়াম সাক্ষী রয়েছে তাঁর ব্যাটিং ধামাকার। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের নিলামে সচিন এ বার বলেছেন, ‘আমার ক্রিকেটের সফর এ ভাবেই শুরু হয়েছিল। আমাদের বাড়ির সামনে ক্রিকেট খেলতাম। বাড়ির সামনের রাস্তায় ক্রিকেট খেলার পর শিবাজী পার্কে গিয়েছিলাম। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছিলাম। তারপর আরও অনেক স্টেডিয়ামে খেলতে পেরেছি। ক্রিকেট কেরিয়ারে অনেক কিছু শিখেছি আমি। ক্রিকেট আমাকে যা দিয়েছে, তা বলে বোঝানোর মতো নয়। ক্রিকেট থেকে আমি সম্মান, ভালোবাসা সব পেয়েছি।’

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার জন্য যেমন উৎসুক ১৪ বছরের বাচ্চা, তেমনই ৪৯ বছর বয়সী ব্যক্তিও এই লিগে খেলতে চাইছেন। এ কথা উল্লেখ করে সচিন বলেন, ‘প্রচুর আবেদন জমা পড়েছে। একটা ১৪ বছর বয়সী বাচ্চা আছে, আবার ৪৯ বছর বয়সী একজনও আবেদন করেছেন। আমার মনে আছে আমি যখন ১১ কী ১২ বছরের ছিলাম ওই সময় আমাকে মুম্বইয়ের সিলেকশন ট্রায়ালে নেওয়া হয়নি। আমার ব্যাটিং ভালোই ছিল। কিন্তু আমাকে বলা হয়েছিল আমি অনেকটাই ছোট। আমি খুব হতাশ হয়েছিলাম। দাদাকে বিষয়টা জানিয়েছিলাম। এখানে তাই আমরা এই টুর্নামেন্টের নিয়ম তৈরির সময় বয়সসীমা না রাখার কথা বলেছিলাম। কারণ বয়স যাই হোক না কেন, খেলার প্যাশনটাই আসল।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের কোর কমিটির মেম্বার হিসেবে সচিন তেন্ডুলকরের নাম ঘোষণা করা হয়। ৬ মার্চ থেকে ১৫ মার্চ এই লিগ হবে। হায়দরাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা ও শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) এই ৬টি টিম আইএসপিএল লিগে খেলবে।



Leave a Reply