আইপিএল নিয়ে আলোচনায় সচিন-ধোনি-বিরাট! কী কথা হল তাঁদের?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দু-সপ্তাহের সূচি প্রকাশিত হয়েছে। টুর্নামেন্টের শুরুতেই ব্লকব্লাস্টার। এ বারের উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। মহেন্দ্র সিং ধোনি, ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটারদের দেখা যাবে। মাহিকে দেখার জন্য যে বাড়তি উন্মাদনা কাজ করবে, এ আর নতুন কী! টুর্নামেন্ট শুরুর আগে আলোচনায় ধোনি-বিরাট-সচিনরা! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট প্রেমীদের। আপাতত টেস্ট ক্রিকেটে মজে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। তবে আরও একটা ম্যাচ বাকি। ধরমশালায় ৭-১১ মার্চ সিরিজের শেষ টেস্ট। সেটা শেষ হলেই আইপিএলের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যাবে। আইপিএলের আগে একটি ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা। যেটায় আইপিএল নিয়ে আলোচনা করছেন ধোনি-বিরাটরা!

আসলে যাঁরা আলোচনা করছেন, তাঁরা সচিন-ধোনি নন। তাঁদের মতো দেখতে। সচিন, ধোনি, বিরাট এবং শিখর ধাওয়ানের মতো দেখতে। ভিডিয়ো রীতিমতো ভাইরাল। কেউ কেউ এর নাম দিয়েছেন ডুপ্লিকেট প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। ধরমশালা টেস্টেও ফিরবেন কিনা নিশ্চয়তা নেই। সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি আবার খোঁচা দিয়ে বলেছেন, ‘ও তো এখন খেলছে না। আইপিএলে খেলবে তো!’



Leave a Reply