১৯ বছরে মার্সিডিজ কেনার কথা ভেবেছিলেন রোহিত, হেসে উড়িয়েছিলেন কোচ


১৯ বছরে মার্সিডিজ কেনার কথা ভেবেছিলেন রোহিত, হেসে উড়িয়েছিলেন কোচImage Credit source: X

কলকাতা: অনেক লড়াই করে ভারতীয় টিমে জায়গা করে নিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এখন তিনি টিম ইন্ডিয়ার (Team India) ক্যাপ্টেন। হিটম্যান ছেলেবেলা থেকেই বড় স্বপ্ন দেখতেন। পরিশ্রম করে সেই সকল স্বপ্ন সময় মতো পূরণও করেছেন তিনি। অবশ্য মাত্র ১৯ বছর বয়সে রোহিত শর্মা যখন তাঁর কোচ দীনেশ লাডকে মার্সিডিজ (Mercedes) কেনার কথা বলেছিলেন, তখন তিনি হেসে উড়িয়েছিলেন। কিন্তু ছোট্ট রোহিত তখন থেকেই আত্মবিশ্বাসী ছিলেন যে, একদিন না একদিন তিনি অবশ্যই পারবেন নিজের সব স্বপ্ন পূরণ করতে। সম্প্রতি নেটদুনিয়ায় রোহিতের ছেলেবেলার কোচ দীনেশ লাডের এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তিনি রোহিতের এক অজানা গল্প শুনিয়েছেন।

অনূর্ধ্ব ১৯ টিমে ডাক পেয়েই রোহিত শর্মা লাক্সারি, বহুমূল্য গাড়ি মার্সিডিজ কেনার স্বপ্ন বুনেছিলেন। সে কথা নিজের কোচকেও জানিয়েছিলেন রোহিত। কিন্তু ছোট্ট রোহিতের কথা শুনে সেই সময় হেসে উড়িয়ে দিয়েছিলেন তাঁর কোচ দীনেশ লাড। সেই সঙ্গে দীনেশ অবশ্য রোহিতকে বুঝিয়েছিলেন ওই গাড়ি অনেক দামি। যা সেই সময় তাঁর পক্ষে কেনা সম্ভব নয়। কিন্তু রোহিত নিজের ইচ্ছের কথা দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন। এই প্রসঙ্গে দীনেশ বলেন, “একটা সময় রোহিত ও আমি একটা মার্সিডিজ গাড়ি দেখেছিলাম। তখন রোহিত আমাকে বলেছিল, ‘স্যার একদিন আমি এই গাড়ি কিনব।’ আমি তখন ওকে বলেছিলাম, ‘তুমি কি পাগল?’ গাড়িটা ভীষণ দামি। কিন্তু ও সেই সময় আমাকে বলেছিল, ‘আপনি দেখবেন, একদিন আমি নিশ্চিতভাবে এই গাড়ি কিনব।’ এখন ওর কাছে অনেক গাড়ি রয়েছে।”

ছেলেবেলা থেকে রোহিতের নিজের উপর ভরসা ছিল। এ কথা উল্লেখ করে তাঁর ছেলেবেলার কোচ বলেন, ‘রোহিতের আত্মবিশ্বাসের কোনও অভাব ছিল না। ও ছেলেবেলা থেকেই জানত কোন জায়গায় পৌঁছতে পারবে।’ বর্তমানে সত্যিই ভারত অধিনায়ক রোহিত শর্মার গ্যারেজে শোভা পাচ্ছে এসইউভি, মার্সিডিজ ল্যাম্বরগিনির মতো একাধিক বহুমূল্যবান ও লাক্সারি গাড়ি।



Leave a Reply