ও পরবর্তী ধোনি… রোহিতকে ক্যাপ্টেন কুলের সঙ্গে তুলনা করলেন কে?


Rohit Sharma: ও পরবর্তী ধোনি… রোহিতকে ক্যাপ্টেন কুলের সঙ্গে তুলনা করলেন কে?Image Credit source: X

কলকাতা: কোনও ম্যাচে পারফরম্যান্সই আসল কথা। তা ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) হোন বা বিরাট কোহলি। রান না পেলে দেশ-বিদেশের ক্রিকেটাররা সমালোচিত হন। আর তার ঠিক উল্টোটাও হয়। যখন ক্রিকেটারদের ব্যাটে রানের বন্যা বয়ে যায়। দেশের মাটিতে চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে পরপর তিনটে ম্যাচ জিতেছে রোহিত শর্মার ভারত। বিরাট-সামির মতো সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের উপর ভরসা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ভরসার মান রেখেছেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেলের মতো ক্রিকেটাররা। টিম ভালো পারফর্ম করলে গর্বে বুক চওড়া হয়ে যায় অধিনায়কের। স্বাভাবিকভাবেই দলের ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট রোহিত শর্মা। আর এই রোহিতকে দেখে এ বার ধোনির (MS Dhoni) কথা মনে পড়ে যাচ্ছে দেশের এক প্রাক্তন ক্রিকেটারের।

ভারতীয় টিম ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার পর টাইমস অব ইন্ডিয়াকে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না জানিয়েছেন, ধোনির মতে রোহিত তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন। যা দেখে তাঁর মনে হয়েছে সঠিক নেতৃত্বের পথেই হাঁটছেন রোহিত। এই প্রসঙ্গে রায়না বলেন, ‘ও পরবর্তী মহেন্দ্র সিং ধোনি। ও দারুণ পারফর্ম করছে। এমএস ধোনি যে ভাবে তরুণ ক্রিকেটারদের খেলার সুযোগ দিত, ঠিক একই রকম ভাবে রোহিতও সুযোগ দিচ্ছে। আমি ধোনির নেতৃত্বে অনেক ক্রিকেট খেলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও ওর দলকে অনেক সমর্থন করত। ওর পর ধোনি এসেছিল। সামনে থেকে দলকে নেতৃত্ব দিত। রোহিত সঠিক পথেই এগোচ্ছে। ও অসাধারণ অধিনায়ক।’

টিম ইন্ডিয়ার অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ভারত আইসিসির তিনটি ট্রফিই জিতেছিল। রোহিত শর্মার নেতৃত্বে এখনও কোনও আইসিসি ট্রফি আসেনি ভারতীয় শিবিরে। গত বছর ওডিআই বিশ্বকাপের খুব কাছে পৌঁছেছিল ভারত। কিন্তু ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ করে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এ বছর রোহিত শর্মার কাছে আবার সুযোগ থাকছে ভারতকে বিশ্বকাপ জেতানোর। কারণ জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ।

Leave a Reply