লা লিগায় রক্তারক্তি, স্ট্রেচারে মাঠ ছাড়লেন মহিলা রেফারিImage Credit source: X
কলকাতা: ফুটবল মাঠে হাতাহাতি কোনও নতুন ঘটনা নয়। শুধু ফুটবল নয় একাধিক খেলায় অনেক অ্যাথলিটরা মারামারিতে জড়িয়ে পড়েন। অনেক সময় গ্যালারিতে দুই দলের সমর্থকরাও হাতাহাতিতে জড়িয়ে পরেন। এ বার লা লিগায় (La Liga) ঘটল এক অপ্রীতিকর ঘটনা। রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হল স্পেনের মহিলা রেফারিকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লা লিগায় সহকারী রেফারি গুয়াদালুপে পোরাস আয়ুসোর (Guadalupe Porras Ayuso) ছবি এবং ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে তাঁর সঙ্গে কী হয়েছিল, যার ফলে তিনি রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
আসলে ঘটনাটি ঘটেছে রিয়াল বেতিস বনাম অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ চলাকালীন। এই ম্যাচ চলাকালীন ১৩তম মিনিটে এক ক্যামেরাম্যান সাইড লাইনের ভিতরে গিয়ে শুট করতে যান। সেই সময় দ্রুত ওই ম্যাচের সহকারী রেফারি গুয়াদালুপে পোরাস আয়ুসো পিছনে যান। এরপর ফের দ্রুতগতিতে অর্ধেক রাস্তা আসতে গিয়ে সজোরে ধাক্কা খান ক্যামেরাম্যানের সঙ্গে। DAZN 4K টেলিভিশন ক্যামেরা অপারেটর সেই সময় গোলের ক্লোজ আপ সেলিব্রেশন শুট করার জন্য সাইড লাইনের ভিতরে ঢুকেছিলেন। তখনই ক্যামেরায় লেগে মাটিতে লুটিয়ে পড়েন গুয়াদালুপে পোরাস আয়ুসো।
Así fue el golpe de Guadalupe Porras con un cámara.
La asistente tuvo que abandonar el terreno de juego en camilla y con una brecha en la cabeza.
Recupérate pronto Guadalupe 🥹🙏🏻
— Real Madrid Fans 🤍 (@MadridismoreaI) February 26, 2024
স্প্যানিশ ফুটবল সহকারী রেফারি গুয়াদালুপে পোরাস আয়ুসো চোখে চোট পেয়েছেন। তিনি চোট পাওয়ার পরক্ষণেই তাঁর জন্য মাঠে আসে মেডিক্যাল টিম। এরপর স্ট্রেচারে মাঠ ছাড়েন গুয়াদালুপে পোরাস আয়ুসো। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর রক্তাক্ত সব ছবি ভাইরাল হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মাঠের মধ্যে কি ম্যাচ চলাকালীন ক্যামেরার প্রয়োজন রয়েছে? প্রাক্তন লা লিগার রেফারি এডুয়ার্ডো ইতুরালদে গঞ্জালেজ বলেছেন, ‘জ্যাভিয়ের তেবাসকে [লিগা সভাপতি]-কে বার্তা – ক্যামেরা যেখানে যাওয়া উচিত নয় সেখানে যায়। অনুগ্রহ করে তাঁদের কাজ করতে দিন, সহকারী রেফারি একজন খেলোয়াড়ের মতোই পেশাদার।’
Mi deseo de la más pronta recuperación a Guadalupe Porras que sá medio matao al chocarse con una cámara de televisión en el Real Betis Balompié 💚 Ath De Bilbao. #laliga #linier #BetisAthletic #Betis pic.twitter.com/hPahdEtesZ
— K A S I (@alakarcel) February 25, 2024