ক্যাচ মিস, ম্যাচ মিস; স্মৃতির অনবদ্য ইনিংসেও হার RCB-র


ক্যাচ মিস মানে ম্যাচ মিস। ক্রিকেটে এই কথা অহরহ চলে। তার নানা উদাহরণও পাওয়া যায়। উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচেও সেটাই হল। উদ্বোধনী সংস্করণে হতাশার পারফরম্যান্স ছিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এ বার দুর্দান্ত খেলছিল। প্রথম দু-ম্যাচেই জিতেছে তারা। অল্পের জন্য জয়ের হ্যাটট্রিক হল না। স্মৃতি মান্ধানার অনবদ্য ইনিংস ব্যর্থ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টস জিতে শুরুতেই অ্যাডভান্টেজ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে সেই পরিচিত জুটি মেগ ল্যানিং ও শেফালি ভার্মা। গত ম্যাচে শতরানের জুটি গড়েছিলেন তাঁরা। এই ম্যাচে শুরুতেই জুটি ভাঙার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে। ব্যক্তিগত ৪ রানে শেফালি ভার্মার ক্যাচ ফসকান শ্রেয়াঙ্কা পাটিল। আর এটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ৩১ বলে ৫০ রান করেন শেফালি। অ্যালিস ক্যাপসি ৩৩ বলে ৪৬। টপ অর্ডারে দুটি ভালো পারফরম্যান্স ভরসা দিয়েছিল মিডল অর্ডারকেও। মারিজান কাপ ও জেস জোনাসেন দু-জনেই ১৬ বলে ৩২ রান করেন। আরসিবিকে ১৯৫ রানের বিশাল টার্গেট দেয় দিল্লি।

রান তাড়ায় দুর্দান্ত শুরু হয়েছিল আরসিবির। দলীয় ১১২ রানে স্মৃতি মান্ধানা ফিরতেই ক্রমশ ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে আরসিবি। ৪৩ বলে ৭৪ রান করেন অধিনায়ক স্মৃতি মান্ধানা। প্রয়োজনীয় রান রেট বেশি থাকায় চাপ বাড়তে থাকে। রিচা ঘোষ থাকায় তবুও ভরসা ছিল। ১৩ বলে ১৯ রানে ফেরেন রিচা। মিডল ও লোয়ার অর্ডারে কেউই ভরসা দিতে পারেননি। ২০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান তোলে আরসিবি। ২৫ রানে হার। শেফালির ক্যাচটা মিস না হলে হয়তো এত বড় টার্গেট থাকত না স্মৃতিদের সামনে।

Leave a Reply