চুক্তির নতুন একাদশ বানাল বোর্ড, ক্যাপ্টেন বলা হচ্ছে KKRএর রিঙ্কু সিংকে!


কলকাতা: রিঙ্কু সিং কি আগামী দিনে ভারতীয় টিমের ক্যাপ্টেন হতে পারেন? ঠান্ডা মাথা। কঠিন সময়ে টিমকে টানার ক্ষমতা। আগ্রাসী মনোভাব। আর সেই সঙ্গে প্রতি ম্যাচে পারফর্ম করার ক্ষমতা। নতুন প্রজন্মের রিঙ্কুকে এখনই ফিনিশার বলে ডাকা শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে, জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড হতে পারেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। তারকা হওয়ার যাবতীয় মশলা রয়েছে তাঁর। তার পরও রিঙ্কু মাটির মানুষ হয়েই থেকে যেতে চান। কঠিন সময় পার করে সাফল্যের চূড়ায় উঠেছেন ঠিকই, কিন্তু নিজের অতীত ভুলতে পারেননি। এই রিঙ্কু আগামী দিনে সাদা বলে ভারতীয় টিমের ক্যাপ্টেন হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিসিসিআই সদ্য কেন্দ্রীয় চুক্তির যে নতুন তালিকা প্রকাশ করেছে, তাতে ১১জন নতুন প্লেয়ারকে নিয়েছে। এই একাদশে ক্যাপ্টেন বলাই যেতে পারে রিঙ্কুকে। কে কে আছেন ওই তালিকায়?

রিঙ্কু সিং: ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয়েছে গত বছরই। শুরু থেকেই ভারতীয় টিমের এক্স ফ্যাক্টর হয়ে উঠেছেন। কেকেআরের ক্ষেত্রে যে ভূমিকা নিতেন, সেই ভূমিকাতেই ভারতীয় টিমকে টেনেছেন। ১৫টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৩৫৬ রান। স্ট্রাই রেট ১৭৬.২৩। সঙ্গে দুটো হাফসেঞ্চুরি। ২০টা ছয় ও ৩১টা চার মেরেছেন। রিঙ্কু খেলেছেন ২টো ওয়ান ডে ম্যাচও। করেছেন মোট ৫৫ রান। সি গ্রেডে জায়গা পেয়েছেন তিনি। ১ কোটি টাকার পাশাপাশি পাবেন ম্যাচ ফি।

যশস্বী জয়সওয়াল: এই মুহূর্তে ভারতীয় সেরা উঠতি তারকা যশস্বীই। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে আছেন। পর পর ডাবল সেঞ্চুরি করেছেন। ৬০০র উপর রানও করে ফেলেছেন এই সিরিজে। শুধু তাই নয়, দেশের হয়ে ১৭টা টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন যশস্বী। তাঁকে বি গ্রেডে জায়গা দেওয়া হয়েছে। ৩ কোটির পাশাপাশি পাবেন ম্যাচ ফিও।

তিলক ভার্মা: ২০২০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকে উঠে আসা। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সে জায়গা পেয়েছিলেন। তার পর আর পিছন ফিরে তাকাননি। দুটো মরসুমে যথেষ্ট রান করে নিজের প্রতিভা চিনিয়েছেন। দেশের হয়ে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে দুটো ফর্ম্যাটেই খেলেছেন তিলক। তিনিও জায়গা পেয়েছেন সি গ্রেডে।

ঋতুরাজ গায়কোয়াড়: তরুণ প্রজন্মে অত্যন্ত প্রতিভাবান ধরা হয় তাঁকে। ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসে জায়গা করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসে। ধোনির টিমে নিজের জায়গা পাকা করার পাশাপাশি ভারতীয় টিমেও জায়গা করে নিয়েছেন। তিনিও জায়গা পেয়েছেন সি গ্রেডে।

শিবম দুবে: এই মুহূর্তে টি-টোয়েন্টি সেনসেশন ধরা হচ্ছে তাঁকে। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবেও দেখতে শুরু করেছেন অনেকে। ২১টা টি-টোয়েন্টি ম্যাচে ২৭৬ রান করার পাশাপাশি ৮টা উইকেটও নিয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেরাও হয়েছিলেন। তিনিও ঢুকেছেন সি গ্রেডে।

এতেই শেষ নয়, লেগস্পিনার রবি বিষ্ণোই, বাংলার পেসার মুকেশ কুমার, পেস বোলার প্রসিধ কৃষ্ণা, আবেশ খান, রজত পাতিদার, জীতেশ শর্মারাও জায়গা করে নিয়েছেন সি গ্রেডে। এঁরাই ভারতীয় টিমের ভবিষ্যৎ। এঁরাই আগামী দিনে টেনে নিয়ে যাবে ভারতীয় ক্রিকেটকে। এটাই যেন নতুন ভারত।

Leave a Reply