Ishan Kishan-Shreyas Iyer: জানি, তোমরা পারবে… শ্রেয়স-ঈশানের পাশে দাঁড়িয়ে পড়লেন প্রাক্তন ভারতীয় কোচ
কলকাতা: আগেই সতর্ক করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতেও টনক নড়েনি। শেষ পর্যন্ত তাই হল, যার প্রত্যাশা ছিল। বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন দুই ক্রিকেটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণ (Ishan Kishan)। দু’জনেরই অপরাধ এক, লাল বলের ক্রিকেটকে গুরুত্ব দেননি। বোর্ডের নির্দেশ সত্ত্বেও রঞ্জি খেলতে রাজি হননি ঈশান। আর শ্রেয়স, ফিট সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও মুম্বইয়ের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। আর তার ফল ভুগতে হল। বোর্ডের সেন্ট্রাল চুক্তি থেকে বাদ পড়লেন দুই ক্রিকেটার। শ্রেয়স ছিলেন গ্রেড বি-তে, আর ঈশান সি-তে। প্রশ্ন থাকছে, এঁরা কি ভারতীয় টিম থেকেও বাদ পড়ে গেলেন? রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো প্রাক্তন কিন্তু সাহস জুগিয়েছেন দুই ক্রিকেটারকে।
শ্রেয়স আর ঈশানকে অনেক দিনই চেনেন শাস্ত্রী। তাঁদের প্রতিভা, তাগিদ সম্পর্কেও ওয়াকিবহাল। দুই ক্রিকেটারকে বোর্ডের চুক্তি থেকে ছাঁটাইয়ের পর যে কারণে শাস্ত্রীও নিশ্চিত, লড়াই করে এঁরা ফিরবেন টিমে। খুব শিগিরিরই। সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রী স্পষ্ট লিখেছেন, ‘ক্রিকেটে মতো খেলায় কামব্যাকের মধ্যে দিয়েই বোঝায় ক্রিকেটারের স্পিরিট। মাথা উঁচু করো শ্রেয়স, ঈশান। চ্যালেঞ্জের মুখোমুখি হও। আর প্রবল ভাবে ফিরে এসো। তোমাদের অতীতের পারফরম্যান্স বলে দেবে সবটা। আমার কোনও সন্দেহ নেই, তোমরা আবার তোমাদের জায়গা জিতে নিতে পারবে।’
In the game of cricket, comebacks define the spirit. Chin-up, @ShreyasIyer15 and @ishankishan51! Dig deep, face challenges, and come back even stronger. Your past achievements speak volumes, and I have no doubt you’ll conquer once again.
— Ravi Shastri (@RaviShastriOfc) February 28, 2024
কোচিং ছাড়লেও ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী কোচের সম্মানই পেয়ে থাকেন। তাঁর কাছ থেকে শোনা এই উদ্দীপক কথা নিশ্চিত ভাবেই তাতিয়ে দেবে শ্রেয়স-ঈশানকে। কিন্তু পরিস্থিতি যে বেশ কঠিন এবং জটিল, তা ভালোই জানেন। ভারতীয় টিমে পুরনো জায়গা ফিরে পেতে হলে শুধু ভালো খেললে চলবে না, ছাপিয়ে যেতে হবে অন্যদেরও।