ধরমশালায় ফিরছেন বুমরা, পঞ্চম টেস্টে ভারতীয় টিমে বিরাট চমক!


IND vs ENG: ধরমশালায় ফিরছেন বুমরা, পঞ্চম টেস্টে ভারতীয় টিমে বিরাট চমক!

কলকাতা: সপ্তাহখানেক পর ধরমশালায় ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামবেন রোহিত শর্মারা। রাঁচি টেস্ট শেষ হওয়ার পর থেকে ক্রিকেট মহলে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছিল। এক, সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচে ফিরতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। দুই, ধরমশালায় জসপ্রীত বুমরার ফেরার কথা শোনা যাচ্ছিল। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাকে। তিন, কোহলি-বুমরার সঙ্গে লোকেশ রাহুলের পঞ্চম টেস্টে ফেরা নিয়েও আশা ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। এই তিন বিষয় গত কয়েকদিন ছিল হট টপিক। আজ, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য ভারতের আপডেটেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতে রয়েছে বিরাট চমক।

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ধরমশালায় হতে চলা পঞ্চম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে লন্ডনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও চলছে। প্রত্যাশামতো জসপ্রীত বুমরার ধরমশালা টেস্টে ফেরার কথা জানিয়েছে বোর্ড।

বিরাট কোহলি দেশের মাটিতে হওয়া পুরো ইংল্যান্ড টেস্ট সিরিজ মিস করলেন। শুরুর দিকে পারিবারিক কারণ জানিয়ে তিনি প্রথম ২টো টেস্ট থেকে সরে দাঁড়ান। বোর্ড কোহলির সিদ্ধান্ততে সমর্থন করেছিল। পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পুরো ইংল্যান্ড সিরিজেই নেই বিরাট। এরপরও কোহলির অনুরাগীরা ভাবছিলেন ধরমশালায় ফিরবেন তিনি। কারণ ২০ ফেব্রুয়ারি বিরাট ও তাঁর স্ত্রী, বলিউড তারকা অনুষ্কা শর্মা জানান তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর। বিরুষ্কার ছেলে অকায়ের জন্ম হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ভারতের পঞ্চম টেস্ট ৭ মার্চ। ফলে শেষ টেস্টে বিরাট যে খেলতে পারেন, এমনটা ভাবছিলেন কোহলির একাধিক অনুরাগী। বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। অনেকেই বলছেন, কোহলি চাইলে হয়তো শেষ টেস্টে টিমে ফিরতে পারতেন।

বিসিসিআই জানিয়েছে, রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে সেমিফাইনাল খেলার জন্য ওয়াশিংটন সুন্দরকে স্কোয়াড থেকে রিলিজ় করা হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে ২ মার্চ থেকে শুরু হবে তামিলনাড়ুর সেমিফাইনাল। ওই ম্যাচ শেষ হওয়ার পর ভারতীয় টিমের প্রয়োজন পড়লে সুন্দর আবার দলের সঙ্গে যোগ দেবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের জন্য ভারতের আপডেটেট স্কোয়াড – রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।

Leave a Reply