গম্ভীরের এক রেকর্ড আর নেই সুরক্ষিত, ভাঙতে পারেন রোহিত


গম্ভীরের এক রেকর্ড আর নেই সুরক্ষিত, ভাঙতে পারেন রোহিতImage Credit source: X

কলকাতা: মহেন্দ্র সিং ধোনির পাড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। মাঝখানে কয়েকদিনের বিরতি পেয়েছে দুই দল। ৭ মার্চ ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ক্রিকেট মহলে বলা হচ্ছিল এই সিরিজের আকর্ষণ কমবে ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি না থাকায়। তিনি না থাকায় দল চাপে পড়েছে ঠিকই। কিন্তু এই পরিস্থিতিতে রোহিত শর্মা (Rohit Sharma) ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট একঝাঁক তরুণ ক্রিকেটারদের পরখ করে নেওয়ার সুযোগ পেল। তারুণের উপর ভরসা করে অবশ্য ক্ষতি হয়নি টিম ইন্ডিয়ার। এ বার দেখার শেষ টেস্টে কেমন খেলেন ভারতের ক্রিকেটাররা। ধরমশালায় এক রেকর্ডের সামনে রয়েছেন রোহিত। কী জানেন?

আসলে দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের এক রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। রোহিত এবং গৌতম দু’জন ৫৮টি টেস্টে খেলেছেন। ভারতের হয়ে ৫৮টি টেস্টে গৌতম ৪১৫৪ রান করেছেন। এখন আর গৌতম দেশের হয়ে খেলেন না। রোহিতের কাছে যে কারণে সুযোগ রয়েছে গম্ভীরের মোট টেস্ট রানের রেকর্ড টপকে যাওয়ার। দেশের জার্সিতে ৫৮টি টেস্টে রোহিত এখনও অবধি ৪০৩৪ রান করেছেন। ধরমশালা টেস্টে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর ১২০ রান করতে পারলেই গম্ভীরকে টপকে যাবেন।

ভারতের নেতা রোহিতের ৫৮টি টেস্টে গড় ৪৪.৮২। দেশের প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরের ৫৮টি টেস্ট কেরিয়ারে গড় ছিল ৪১.৯৫। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে চলতি ৫ টেস্টের সিরিজে এখনও অবধি ৮টি ইনিংসে রোহিত শর্মার ব্যাটে একটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে। ধরমশালায় হিটম্যান কেমন খেলেন সেদিকে এ বার নজর থাকবে। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা বেশ সফল। তাঁর নেতৃত্বে ভারতের তিন ফর্ম্যাটে আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়।



Leave a Reply