চুক্তি থেকে বহিষ্কার তো কী হয়েছে, ক্যাপ্টেনের পাশে দাঁড়াচ্ছে KKR


চুক্তি থেকে বহিষ্কার তো কী হয়েছে, ক্যাপ্টেনের পাশে দাঁড়াচ্ছে KKRImage Credit source: X

কলকাতা: রঞ্জি না খেলার অপরাধে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বহিষ্কার করা হয়েছে। শ্রেয়স আইয়ারের কেরিয়ার নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। আইপিএলই (IPL) হবে তাঁর কাছে ফিরে আসার মঞ্চ। কেকেআরের (KKR) ক্যাপ্টেন শ্রেয়সের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এ বার কলকাতার অধিনায়ককে সাপোর্ট করলেন তাঁর টিমেরই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বিসিসিআই (BCCI) যাই করুক না কেন, আইপিএলে প্রভাব পড়বে না, এমনই করছেন কেকেআরের কোচ। ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন তিনি?

মিড ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে চন্দ্রকান্ত বলেছেন, ‘আমি এটা বলতে পারি না, শ্রেয়সকে বোর্ডের অমুক গ্রেডে রাখা উচিত। কিন্তু ও এমন একজন প্লেয়ার, যে ভারতীয় টিমের তিনটে ফর্ম্যাটেই খেলতে পারে। ওর চোট ছিল। সেখান থেকে বেরিয়েও এসেছে। শ্রেয়স কিন্তু ভালো পারফর্মার। টেস্ট অভিষেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিল। ভারতের আগামী সিরিজে কিছু প্লেয়ার ফর্মে থাকবে না। সেখানে শ্রেয়সকে লাগবেই। ও যেমন ঘরোয়া ক্রিকেট খেলবে, তেমনই আইপিএলে পারফর্মও করবে। ভারতের হয়ে যে কোনও ফর্ম্যাটে ও কার্যকর ক্রিকেটার।’

রঞ্জি ট্রফিতে অত্যন্ত সফল কোচ চন্দ্রকান্ত। এখন কেকেআরের দায়িত্বে আছেন। গৌতম গম্ভীরের সঙ্গে নাইটদের সাফল্য দেওয়াই লক্ষ্য হবে তাঁর। শ্রেয়সকে বোর্ড বার্ষিক চুক্তি থেকে বহিষ্কার করায় বেশ অবাক হয়েছেন। চন্দ্রকান্তের কথায়, ‘এটা বেশ অবাক করার ব্যাপার। কেন এমনটা হল, তার কারণ জানি না। চুক্তির আওতায় শ্রেয়সের অবশ্যই থাকা উচিত ছিল। আমি যতটা জানি শ্রেয়সকে, এই ব্যাপারটা ওর মধ্যে খুব একটা প্রভাব ফেলবে না। ও নিশ্চিত ভাবেই লড়াই করবে, পারফর্ম করবে।’

Leave a Reply