কুলদীপ যাদবের কাছে ক্রিকেটটা প্রেমেরই সমান। প্রেম না থাকলে এতদূর পৌঁছতে পারতেন কি? আর টেস্ট ক্রিকেটে প্রথম প্রেমিকা নিঃসন্দেহে ধরমশালা। যেখানে প্রাণভরে শ্বাস নেওয়া যায়। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ধরমশালাতেই। বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। হিমালয়ের কোলে এই স্টেডিয়াম শুধু ক্রিকেট মাঠ নয়, পর্যটন কেন্দ্রও বলা যায়। হিমাচলপ্রদেশে বেড়াতে গেলে এক বার স্টেডিয়াম দেখার ইচ্ছে পূরণের চেষ্টা ক্রিকেটপ্রেমীদের সকলেই করে থাকেন। কুলদীপ যাদবের কাছে এই স্টেডিয়াম অনেক অনেক কারণে গুরুত্বপূর্ণ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কুলদীপ যাদবের টেস্ট অভিষেক হতে পারত রাঁচিতে। সালটা ২০১৭। ভারত সফরে এসেছিল স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ভারতীয় টিমের ক্যাপ্টেন তখন বিরাট কোহলি। সিরিজের শুরুটা হয়েছিল অস্বস্তিতে। পুনেতে প্রথম টেস্ট জিতেছিল অজিরা। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। সিরিজ সমতায়। টিম ইন্ডিয়ার কোচ তখন অনিল কুম্বলে। রাঁচিতে তৃতীয় টেস্টে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছিল চায়নাম্যান কুলদীপ যাদবকে। চার বোলার স্ট্র্যাটেজিতে জায়গা হচ্ছিল না কুলদীপের। সে সময় গুঞ্জন উঠেছিল, কোচ কুম্বলে চাইছিলেন কুলদীপকে খেলাতে, যদিও রাজী ছিলেন না ক্যাপ্টেন কোহলি। এই নিয়ে তাঁদের মধ্যে মনকষাকষিও হয়! রাঁচিতে টেস্ট অভিষেক হয়নি কুলদীপের। অপেক্ষা বাড়ে।
চোটের কারণে সিরিজের শেষ টেস্টে অনিশ্চিত ছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ব্যাক আপ আনা হয়েছিল শ্রেয়স আইয়ারকে। শেষ অবধি ধরমশালা টেস্টে ছিটকে যান বিরাট। নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। এক ব্যাটার কমিয়ে পাঁচ স্পেশালিস্ট বোলারের সাহসী সিদ্ধান্ত নেন কোচ কুম্বলে ও ক্যাপ্টেন রাহানে। দেশের প্রাক্তন স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের থেকে ডেবিউ টেস্ট ক্যাপ পান কুলদীপ যাদব। ধরমশালায় সেই ম্যাচের প্রথম ইনিংসে চার উইকেটে বুঝিয়ে দিয়েছিলেন, টেস্ট ক্রিকেটেও তিনি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। কেরিয়ারের প্রথম টেস্ট উইকেট ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে ততটা কার্যকর হননি কুলদীপ। ভারতের টেস্ট দলে কোনওদিনই নিয়মিত হয়ে ওঠেননি কুলদীপ যাদব। তবে ধরমশালায় যে সফর শুরু হয়েছিল, তাতে সাফল্য পেয়েছেন।
Breathing easy 🏔️🌿 pic.twitter.com/lgTs5ENzlM
— Kuldeep yadav (@imkuldeep18) March 1, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ৩-১ জিতে নিয়েছে ভারত। শেষ ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে উন্নতিই লক্ষ্য। কেরিয়ারে ১১ টেস্টে ৪৬ উইকেট কুলদীপের ঝুলিতে। রাঁচি টেস্টে অনবদ্য বোলিং-ব্যাটিংয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এ বার প্রথম প্রেমের মাঠে নামার অপেক্ষায়। তাঁর মস্তিষ্কে যেন ‘মেমোরিজ ইন মার্চ।’ ২০১৭ সালে মার্চেই তো এই মাঠে টেস্ট অভিষেক হয়েছিল!