Kolkata Derby: ১০ মার্চ ফিরতি ডার্বি বাতিল, মরসুমের শেষ ইস্ট-মোহন লড়াই সরতে পারে কলকাতা থেকে?
কলকাতা: আলোচনা শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি কলকাতা ডার্বি (Kolkata Derby) হওয়ার কথা ছিল ১০ মার্চ। তা নিয়ে যে আশঙ্কা রয়েছে, তৃণমূলের ব্রিগেড ঘোষণার সময়ই মনে হয়েছিল। তাই বাস্তব হল। ওই দিন পুলিশ কোনও ভাবেই ডার্বির মতো বড় ম্যাচ আয়োজন করতে রাজি নয়। তাই ১০ তারিখের ডার্বি বাতিল। কবে হতে পারে মরসুমের শেষ ডার্বি? এফএসডিএল এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। আইএসএলের সূচি যা, তাতে মার্চের শেষের দিকে হতে পারে কলকাতা ডার্বি।
আজ, শুক্রবারই বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক ছিল আয়োজক ইস্টবেঙ্গলের। ওই সভাতেই লাল-হলুদ কর্তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই ৯ ও ১০ মার্চ ডার্বির মতো বড় ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। যেখানে বিপুল জনতা মাঠে হাজির থাকবেন। পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, ১০ মার্চ রবিবারের বদলে সোমবার ডার্বি আয়োজন করা যেতে পারে। কিন্তু ডার্বির মতো উত্তেজক ম্যাচ এফএসডিএল উইক-এন্ডেই চায়। ফলে ১১ মার্চ, সোমবার কোনও ভাবেই ইস্ট-মোহন ম্যাচ আয়োজন করতে রাজি হবে না। কারণ ১৩ মার্চ মোহনবাগানের ম্যাচ রয়েছে আইএসএলে। এ ক্ষেত্রে একটা সমাধান, ১০ মার্চের ডার্বি সরে যেতে পারে কলকাতা থেকে। ভুবনেশ্বরে হতে পারে এই ডার্বি। তাতেও রয়েছে সমস্যা। মরসুমের শেষ ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল কোনও ভাবেই ভিন রাজ্যে ডার্বি আয়োজন করতে রাজি নয়। এই জটিলতা মেটাতে দ্রুত বৈঠকে বসবে আইএসএলের আয়োজকরা।
ডুরান্ড কাপে ছিল মরসুমে প্রথম ডার্বি। তাতে ইস্টবেঙ্গল জিতেছে। ডুরান্ড কাপের ফাইনাল, অর্থাৎ দ্বিতীয় ডার্বিতে মোহনবাগান। আবার সুপার কাপে, তৃতীয় ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলের প্রথম ডার্বিতে ড্র হয়েছিল। সে দিক থেকে দেখলে ২-১ এগিয়ে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ। সেই কারণেই এই ম্যাচ যুবভারতীতে খেলতে চায় ইস্টবেঙ্গল। তাতে সমর্থকদের পাশে পাবে টিম। পরিবর্তিত পরিস্থিতিতে কী হবে, সেটাই দেখার।