চ্যাম্পিয়ন CSK-র প্রস্তুতি শুরু, ধোনি কবে যোগ দিচ্ছেন?


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্য়াম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও চেন্নাই সুপার কিংস। গত সংস্করণে পঞ্চম ট্রফি জিতেছে সিএসকে। পাঁচ বারই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে এ বারের আইপিএল। উদ্বোধনী ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চিপকে তাদের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আপাতত প্রথম দু-সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। আইপিএলের নতুন মরসুমের প্রস্তুতি শুরু করে দিল চেন্নাই সুপার কিংস। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও তারকা প্লেয়ারদের অনেকেই রঞ্জি ট্রফি এবং জাতীয় দলের হয়ে খেলছেন। ফলে ফুল স্কোয়াড নিয়ে প্রস্তুতি শুরু করতে এখনও অনেকটা সময় বাকি। চেন্নাই সুপার কিংসেও একই পরিস্থিতি। প্রথম দিন হাতে গোনা কয়েকজন ভারতীয় ক্রিকেটারই শিবিরে যোগ দিয়েছেন। তামিলনাডু ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, স্থানীয় প্লেয়ারদের কয়েকজন যোগ দিয়েছেন।

চেন্নাই সুপার কিংসের শিবিরে প্রথম দিন দেখা গিয়েছে দীপক চাহার, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো দুই তারকা ক্রিকেটারকেও। এ ছাড়াও যোগ দিয়েছেন সিমরনজিৎ সিং, রজবর্ধন হাঙ্গারগেকর, মুকেশ চৌধুরি, প্রশান্ত সোলাঙ্কি, অজয় মন্ডল। দীপক চাহারের জন্য এই শিবির এবং টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। চোটের জন্য দীর্ঘ দিন বাইরে। মাঝে জাতীয় দলে ফিরলেও পারিবারিক কারণে সরে দাঁড়াতে হয়েছিল। আইপিএলে ভালো পারফর্ম করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কবে শিবিরে যোগ দেবেন, তা অবশ্য নিশ্চিত নয়। অনন্ত অম্বানির প্রি-ওয়েডিং সেলিব্রেশনে গিয়েছেন সস্ত্রীক ধোনি।

Leave a Reply