স্টাম্পিংয়ের পর আলোচনায় রিচা ঘোষের ফ্লাইং ক্যাচ, রইল ভিডিয়ো


কখনও ব্যাটিংয়ে অবদান রাখছেন, কখনও নিজের প্রধান ভূমিকায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতি ম্যাচেই আলোচনায় রিচা ঘোষ। তাঁর কিপিং বরাবরই ফ্যাক্টর। জাতীয় দলের জার্সিতে এমন অনেক ক্যাচ এবং স্টাম্পিং করেছেন, যা তাক লাগিয়ে দিয়েছে। তেমনই ব্যাটিংয়েও। উইমেন্স প্রিমিয়ার লিগে এ মরসুমেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অবশ্য রান পাননি। তবে আলোচনায় তাঁর ক্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম দু-ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলেও টানা দু-ম্যাচ হেরে ফের ব্যাকফুটে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টস হেরে চাপে পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারায় তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আরসিবি। অলরাউন্ডার এলিস পেরি ৪০ রান করেন। বোর্ডে মাত্র ১৩১ রান করে আরসিবি।

বোর্ডে অল্প রানের পুঁজি থাকলেও ফিল্ডিংয়ে জান লড়িয়ে দেন রয়্যাল চ্যালেঞ্জার্স প্লেয়াররা। বিশেষ করে বলতে হয় বাউন্ডারি লাইনে শ্রেয়াঙ্কা পাটিলের ছয় বাঁচানো এবং রিচা ঘোষের ক্যাচ। মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার দুর্দান্ত ব্যাট করছিলেন। চতুর্থ ওভারে যস্তিকা ভাটিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন সোফি ডিভাইন।

এই উইকেটের ক্ষেত্রে বড় ভূমিকা রিচার। বাঁ দিকে ডাইভ দিয়ে অনবদ্য ক্যাচ রিচার। এর আগের ম্যাচে বুদ্ধিদীপ্ত রান আউটে নজর কেড়েছিলেন। এ বার ফ্লাইং ক্যাচ। আরসিবি জিতলে হয়তো এই ক্যাচের গুরুত্ব বাড়ত।



Leave a Reply