শোয়েব আখতারের পরিবারে খুশির হাওয়া। পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটারের স্ত্রী রুবাব খান এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছে। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
সোশ্যাল মিডিয়া সাইটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তাঁর ও রুবাব খানের মেয়ের জন্মের সুখবর জানিয়েছেন। মেয়েকে কোলে নিয়ে শোয়েব একটি ছবি শেয়ার করেছেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল ২০১৪ সালের ১১ নভেম্বর। রুবাবের সঙ্গে যখন শোয়েবের বিয়ে হয়েছিল তখন পাক তারকার বয়স ছিল ৩৮। (ছবি-সোশ্যাল মিডিয়া সাইট X)
১৮ বছরের বড় শোয়বের সঙ্গে যখন রুবাবের বিয়ে হয়েছিল তখন তাঁর বয়স ছিল ২০ বছর। জানা গিয়েছিল শোয়েব আখতারের বাবা-মা রুবাবের সঙ্গে তাঁদের ছেলের বিয়ে ঠিক করেছিলেন। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হরিপুরে একটি ব্যক্তিহত নিকাহ অনুষ্ঠানে শোয়েব আখতার ও রুবাব খানের বিয়ে হয়েছিল। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
২০১৬ সালের নভেম্বরে শোয়েব আখতার ও রুবাব খানের প্রথম ছেলে মহম্মদ মাইকেল আলির জন্ম হয়। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
২০১৯ সালের ১৪ জুলাই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দ্বিতীয় বার বাবা হন। শোয়েব আখতার ও রুবাব খানের দ্বিতীয় ছেলের নাম দিয়েছিলেন মহম্মদ মুজাদ্দিদ। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)
এ বার শোয়েব ও রুবাব তাঁদের মেয়ের নাম রেখেছেন নুরে আলি আখতার। ইসলামে নুরে শব্দর অর্থ সৌন্দর্য। (ছবি-শোয়েব আখতার সোশ্যাল মিডিয়া সাইট X)