আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কার বিশ্বরেকর্ডের সামনে রোহিত!


ফরম্যাট যাই হোক, বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে তাঁর দাপট সারা বিশ্ব জানে। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড রোহিতের দখলেই। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন। একটা সময় তাঁকে শুধু সাদা বলের স্পেশালিস্টই মনে করা হত। টেস্টে খুব কমই সুযোগ পেতেন। পরবর্তীতে টেস্টেও সেরা ওপেনার হয়ে ওঠেন রোহিত শর্মা। আরও কীর্তির সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফরম্যাট যাই হোক, বিধ্বংসী ব্যাটিংয়ের জন্যই পরিচিত রোহিত শর্মা। একটা সময় তাঁর শর্টপিচ ডেলিভারিতে সমস্যা ছিল। সেটাকেই শক্তি বানিয়ে নিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটে তাঁর মতো পুল ও হুক শট খেলার দক্ষ ক্রিকেটার হাতে গোনা কয়েকজনই রয়েছেন। টেস্ট ক্রিকেটেও এর অন্যথা হয় না। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ধরমশালায় সিরিজের শেষ টেস্ট ৭-১১ মার্চ। আর এই টেস্টেই আরও একটা কীর্তি গড়তে পারেন রোহিত শর্মা।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলেই। দীর্ঘ সময় এই রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছয় মেরেছেন গেইল। তাঁকে ছাপিয়ে অনেক আগেই শীর্ষস্থান দখল করেছেন রোহিত শর্মা। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে গেইল ৪৮৩ ম্যাচে ৫৫৩ টি ছয় মেরেছেন। রোহিত শর্মা ৪৭১ ম্যাচে ৫৯৪টি ছয় মেরেছেন। ধরমশালায় ৬টি ছয় মারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছয় মারার রেকর্ড গড়বেন রোহিত শর্মা।

সক্রিয় ক্রিকেটারদের মধ্যে রোহিতের ধারেকাছে কেউ নেই। তালিকায় ১০ নম্বরে জস বাটলার। ৩২৬টি ছয় রয়েছে তাঁর। এর ডেভিড ওয়ার্নার। ৩১২টি ছয় রয়েছে ওয়ার্নারের। তারপরই রয়েছেন বিরাট কোহলি। ৫২২ ম্যাচে ২৯৪টি ছয় মেরেছেন কিং কোহলি। সবার উপরে রোহিতই।

Leave a Reply