ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের ভেনু ধরমশালা।
কলকাতা: নয়নাভিরাম ধরমশালায় ভারতের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। বেন স্টোকসদের বিরুদ্ধে পঞ্চম টেস্টে ভারতের (India) প্রতিপক্ষ দুই। এক, ইংল্যান্ড (England) টিম আর দুই, আবহাওয়া। হিমাচল প্রদেশের এই শহরের ঠাণ্ডার সঙ্গে পেরে উঠবে তো রোহিত ব্রিগেড? এখন প্রশ্ন এটাই। রাঁচি টেস্ট জিতেই সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছেন রোহিত শর্মারা। ফলে পঞ্চম টেস্ট ভারতীয় দলের জন্য শুধুই নিয়মরক্ষার। আপাতত অবশ্য ধরমশালায় ঠাণ্ডা দারুণ উপভোগ করছেন বেন স্টোকসরা। ইংলিশ ক্রিকেটাররা কখনও পাহাড়ি রাস্তায় ছুটতে নেমে পড়ছেন, তো কখনও আবার ঝরনার ঠাণ্ডা জলে শরীর এলিয়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে বেন স্টোকস, জিমি অ্যান্ডারসনদের সেই সব ছবি।
একটা সুন্দর ঝলমলে সকাল আর ধরমশালার মতো উপভোগ্য পরিবেশ পেলে আর কী চাই। টিম হোটেলে সময় না কাটিয়ে দলবল নিয়ে তাই ধরমশালার রাস্তায় ছুটতে বেরিয়ে পড়েন বেন স্টোকসরা। মর্নিং ওয়াক ও প্রকৃতির সান্নিধ্য… এ ঠিক যেন এক ঢিলে দুই পাখি ইংল্যান্ড শিবিরের জন্য। ইন্সটাগ্রামে বেন স্টোকস তাঁদের ধরমশালার রাস্তায় ছোটার ভিডিয়ো শেয়ার করেছেন।
ধরমশালার রাস্তায় শুধু ছুটেই থেমে যাননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। সিনিয়র তারকা ক্রিকেটার জেমস অ্যান্ডারসনের ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা মিলবে, ঝরনার জলে তাঁরা শরীর এলিয়ে দিচ্ছেন। বোঝাই যাচ্ছে ধরমশালায় তাঁদের জাকুজ়ির প্রয়োজন পড়ছে না। ধরনার শীতল জলই মন জুড়িয়ে দিচ্ছে জিমিদের।
ইংল্যান্ডের ক্রিকেটাররা যে ভারত সফরের শেষ টেস্টের ভেনু ধরমশালায় বেশ আনন্দ করছেন তা বোঝাই যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে বড় প্রশ্ন নির্বিঘ্নে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হবে তো? ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের লোকাল ওয়েদার রিপোর্ট অনুযায়ী ৭ মার্চ ধরমশালার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের মতো হতে পারে। পঞ্চম টেস্টের প্রথম দুই দিন হালকা বৃষ্টির সম্ভবনাও রয়েছে।