বিশ্বকাপের টিকিটে নজর, IPL এ নিজেকে প্রমাণ করতে মরিয়া রাহুল


IPL 2024: ফোকাসে বিশ্বকাপের টিকিট, IPLকেই হাতিয়ার করছেন কেএল রাহুলImage Credit source: X

কলকাতা: চোটপ্রবণ লোকেশ রাহুল (KL Rahul) কবে ফিরছেন ২২ গজে? এ বার এই নিয়ে এল বড় আপডেট। কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন রাহুল। তিনি কোয়াড্রিশেপ টেন্ডনের চোটে ভুগছেন। যার ফলে আসন্ন ধরমশালা টেস্ট থেকেও তাঁকে সরে দাঁড়াতে হয়েছে। তবে এ বার রাহুলের অনুরাগীদের জন্য সুখবর। আইপিএলের (IPL) আগেই সম্ভবত এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেতে চলেছেন রাহুল। আসলে এ বারের আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। আর আইসিসির এই মেগা টুর্নামেন্টে ভারতের স্কোয়াডে জায়গা করে নিতে হলে রাহুলকে আইপিএলে নিজেকে প্রমাণ করতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার এক সূত্র বলেছেন, ‘লন্ডনে সেরা মেডিকেল বিশেষজ্ঞর সঙ্গে রাহুল আলোচনা করেছেন। রবিবার তিনি ভারতে ফিরেছেন। তারপরই তিনি রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পৌঁছে যান। শীঘ্রই তিনি এনসিএ থেকে ম্যাচ ফিট হওয়ার সার্টিফিকেট পেতে চলেছেন। এ বারের আইপিলে তিনি নিজেকে প্রমাণ করতে মরিয়া। কারণ এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। আর সেখানে ভারতীয় স্কোয়াডে যাতে জায়গা করে নিতে পারেন সেই চেষ্টায় রয়েছেন রাহুল। উইকেট কিপার ব্যাটার হিসেবে রাহুল টি-২০ বিশ্বকাপে খেলতে চান।’

গত বছর ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে উইকেট কিপিং করেছিলেন লোকেশ রাহুল। এ বার টি-২০ বিশ্বকাপেও সেই দায়িত্ব রাহুল পালন করতে চান। অবশ্য তাঁর জন্য তা খুব সহজ হবে না। কারণ ঋষভ পন্থ পুরোপুরি ফিট হয়ে গেলে তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের উইকেট কিপারের বিরাট দাবিদারও হবেন। আপাতত রাহুলের ফোকাস আইপিএলে নজরকাড়া পারফর্ম করে টি-২০ বিশ্বকাপে কিপার-ব্যাটার হিসেবে টিকিট পাওয়া। ২২ মার্চ শুরু হবে আইপিএল। ২৪ মার্চ সওয়াই মানসিং ইন্ডোর স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এ বারের আইপিএল যাত্রা শুরু করবে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস।



Leave a Reply